I Am, The Bangladeshi Think Tank
আসুন মুক্ত চিন্তার দ্বারে...
চিন্তা রাজ্যের জটিলতার কারণে কিছু মানুষ সব সময়ই নিজেকে অলৌকিকের হাতে ছেড়ে দিয়েছে। আর কিছু মানুষ এই সুযোগে সেই অলৌকিকের প্রতিনিধি সেজে গেছে। এই ধোকাবাজি চলে আসছে যুগ যুগ থেকে, আর মানুষ সেই ভ্রান্ত বিশ্বাসকেই সাজিয়েছে মাথার কুঠুরিতে। তাই তো চিন্তারাজ্য আজ দুই মেরুতে অবস্থান করছে। এর এক দিকে আবদ্ধ চিন্তা এবং অন্যদিকে মুক্ত চিন্তা।
আবদ্ধ চিন্তা দাড়িয়েছে প্রগতির বিরোধীতায় আর অন্যদিকে মুক্ত চিন্তা সভ্যতাকে নির্মাণ করে চলছে। মানবজাতিকে মুক্তির পথ দেখাতে তাই প্রতিনিয়ত মুক্ত চিন্তার বিকাশে আমাদের এক হতে হবে।
মুক্ত চিন্তার মানুষেরা সব সময় সন্দিহান, সংশয়বাদী আর এজন্যই তারা সত্যিকার অর্থে যে সত্য, তাকে খুঁজে পেতে পারেন। যদি মনে প্রশ্ন না জন্মে, যদি সন্দেহ না হয় তবে সত্য ঢাকা পড়ে যায় অন্ধ বিশ্বাসের আড়ালে।
তাই অন্ধ বিশ্বাস আর আবদ্ধ চিন্তা দূর করে আসুন মুক্ত চিন্তার দুয়ার খুলেদেই।
থিঙ্ক ট্যান্ক শুধুমাত্র যুক্তিতে বিশ্বাসী। যুক্তি তর্কে যে সত্য বেড়িয়ে আসবে, থিঙ্ক ট্যান্ক তাকেই শিরোধার্য হিসেবে মেনে নেবে। থিঙ্ক ট্যান্ক-এর ব্লগ যাদের এন্টিনায় ধরবে না, দয়া করে তাদের এ ব্লগে মন্তব্য করার ইচ্ছাকে নিরুৎসাহিত করছি। অযথা এবং অপ্রাসঙ্গিক মন্তব্য করা, গালাগালি দেয়া ও ব্যক্তি আক্রমণ থেকে বেড়িয়ে এসে সুস্থ্য ব্লগিঙ চর্চা যাদের কাম্য শুধু তাদের জন্য এর অধিকার প্রসারিত।
সামহয়্যারইনব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ এতো সুন্দর ও সহজ-ব্যবহারযোগ্য বাংলা ব্লগ পরিচালনার জন্য।
ব্লগার সকলকে আমার আন্তরিক ভালবাসা ও ধন্যবাদ।
থিঙ্ক ট্যান্ক-এর ব্লগে স্বাগতম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।