রামকানাই পন্ডিত ব্যস্ত রাস্তার ধারের কোনো এক গলির ভিতরে,
হাতে হাত রেখে হেটে চলা দুটি আত্মমগ্ন মূর্তির দিকে
উদ্ভ্রান্ত পথিকের মত-
নিষ্পলক চোখে চেয়ে থাকি।
ভোতা হয়ে যাওয়া জীবনের অনুভূতিগুলো
হটাৎ করেই যেন জেগে ওঠে ।
বুকের গভীরে বেয়ে চলা অদৃশ্য সাগরে
সীমাহীন কষ্ট স্রোত মুহুর্তেই ফিরে পায়-
বর্ষার পরিপূর্ণ যৌবণ ।
ভালবাসা মরে গেছে অনেক আগেই ।
প্রানহীণ হয়ে আজ সে পরে আছে অবহেলায়, অযত্নে-
বিষাদময় এক মরু শশ্মানে ।
যেখানে প্রতিনিয়ত অসংখ্য বুনো শকুনের দল
এখনো টুকরো টুকরো করে ছিড়ে খায়-
মৃত ভালবাসার, বিস্মৃত ক্ষনের প্রতিটি মূহূর্তকে ।
সিগন্যালের লাল আলো নিভে যায় ।
থেমে থাকা বাসের হটাৎ ধাক্কায়-
ফিরে পাই সম্বিৎ ।
নিষ্পলক দুটি চোখে, আমি তখনো তাকিয়ে রই-
গলির মোড়ের আত্মমগ্ন মনুষ্য নারী মূর্তিটির দিকে।
ধূসর বেদনায় আমার অবাধ্য হৃদয়টি,
যেন তারই মাঝে-
খুব চেনা কোনো একজনকে নিষ্ফল খুঁজে বেড়ায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।