জীবনের পথে চলা নবীন এক পথিক... পাবলিশারঃ Microsoft games
ডেভেলপারঃ Lionhead Studios
প্ল্যাটফর্মঃ Xbox 360, pc
প্রকৃতি ঃ Action, adventure.
ধরনঃ Third person, Single player.
রুপকথার গল্প শুনতে আমাদের সবার ভাল লাগে। কখনো মনে হয় একবার রুপকথার জগতটা ঘুরে আসতে। আর এই রুপকথার জগতই তৈরি করেছে Lionhead Studios, এবং পাব্লিশ করেছে Microsoft games । এই জগতের নাম ফেবল। যদি হারিয়ে যেতে চান রুপকথার জগতে, তবে ফেবল গেমটি আপনার জন্যেই অপেক্ষা করছে।
ফেবল গেমটি এক্স বক্স এবং উইন্ডোজের জন্য রিলিজ করা হয়েছে। গেমটি রিলিজ হয় সালে। গেমের কাহিনি গড়ে উঠেছে আলবিয়ান নামের এক ছোট শহরকে কেন্দ্র করে। বহু কাল আগের কথা। তখন ছিল জাদু বিদ্যা ও mystical creature দের যুগ।
আলবিয়নে বাস করতো একটি ছেলে। সে স্বপ্ন দেখত সে বড় হয়ে একজন হিরো হবে অথবা হবে অনেক শক্তিশালি একজন evil warrior। কিন্তু তার স্বপ্ন সবসময় স্বপ্ন ই থেকে যেত। একদিন, তার বোনের জন্মদিনে বনদস্যু বা bandit রা আলবিয়ানে হামলা করে। এতে আলবিয়ানের বেশির ভাগ মানুষই মারা যায়।
এসময় ছেলেটির বাবা, মা বোন সবাই মারা যায়। Bandit রা ছেলেটিকেও মেরে ফেলতে চায়, কিন্তু মেইজ নামের একজন warrior তাকে বাচায়। এবং তাকে হিরোস গিল্ডে নিয়ে যায়। হিরোস গিল্ডে হিরো হবার জন্য প্রশিক্ষন দেয়া হয়ে থাকে। গিল্ডের গিল্ডমাস্টারের তত্বাবধানে ছেলেটি বড় হয়ে উঠে।
তখনকার যুগে সব যায়গায় উৎ পেতে থাকত নানা ধরনের বিপদ। তাই গ্রামবাসীদের মাঝে মাঝেই হিরোদের ডাকতে হতো। হিরো রা সেখানে গিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করত। এর ফলে হিরোরা বিখ্যাত হয়ে উঠতো। ছেলেটি বড় হয়ে উঠার পর সে বিভিন্ন ভাবে villager দের সাহায্য করতে থাকে এবং ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠতে থাকে।
এর মাঝেই সে তার বাবা মার খুনিদের খুজতে থাকে। এভাবেই গেমের কাহিনি এগিয়ে গেছে।
গ্রাফিক্সঃ
গেমের গ্রাফিক্স খুব আকর্ষনীয় না হলেও চলনসই। মনে রাখতে হবে গেমটি রিলিজ পেয়েছে বহু আগে। আর গেমটির গ্রাফিক্সে রুপকথা ভাবটা ফুটে উঠেছে ভাল মতোই।
তাই গেমের কাহিনির সাথে মিশে যাওয়া যায় সহজেই।
ওয়েপন এন্ড আর্মরঃ
ফেবল গেমে বিভিন্ন ধরনের ওয়েপন রয়েছে। যেহেতু গেমের কাহিনি অনেক আগের,তাই অই সময়ের ওয়েপন ই হাইলাইট করা হয়েছে। গেমে বিভিন্ন ধরনের Sword এবং AXE যা short ranged weapon হিসেবে ব্যবহার হয়। ওয়েপন দোকান থেকে কিনা যায়।
Quest শেষ করে যে গোল্ড পাওয়া যায় তা দিয়ে ওয়েপন ও আর্মার কিনা যায়। এছাড়াও রয়েছে তীর এবং ক্রস-বো, যা Long ranged weapon হিসেবে কাজ করে। এছাড়াও রয়েছে মেজিক স্পেল। গিল্ড থেকে বিভিন্ন মেজিক স্পেল শেখা যায় এবং তা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।
ফেবল গেমটিতে বিভিন্ন আর্মার ও ড্রেস কিনা যায়।
প্রথমে যদিও villager দের ড্রেস পরা থাকে কিন্তু পরে গোল্ড দিয়ে বিভিন্ন ড্রেস কিনা যায়।
গেমপ্লেঃ
এবার আসা যাক গেমপ্লের কথায়। গেমটির গেমপ্লে অসাধারন। এটি মুলত Third person sword fighting গেম। সোর্ড ফাইটিং এ বৈচিত্র্য আনা হয়েছে কিছুটা।
long ranged weapon হিসেবে তীর অনেক বেশী কার্যকর এবং ব্যবহারে ও comfortable। আর এর মেজিক স্পেলের cast ও অনেক সুন্দর। বিভিন্ন ধরনের মেজিক স্পেল রয়েছে। কোনোটা attack, কোনোটা defense আবার কোনোটা physical strength বাড়িয়ে দেয়।
এই গেমটিতে free roaming এর ব্যবস্থা রাখা আছে।
ফলে ইচ্ছা মতো ঘোরাফেরা করা যাবে। গেমটিতে লাইফ বার থাকে। বিভিন্ন ধরনের খাবার খেলে লাইফ বৃদ্ধি পায়। আবার লাইফ বারানোর পোশন ও আছে। ঘুমালে লাইফ ফুল হয়ে যায় এবং দিন রাতে এবং রাত দিনে বদলে যায়।
ফেবল গেমে বহু sub mission আছে। কাহিনি ধরে খেলতে না ভাল লাগলে কিছুক্ষনের জন্য এই সব মিশন খেলা যায়। গেমে টেলিপর্টের মাধ্যমে এক যায়গা থেকে অন্য যায়গায় ট্রান্সপোর্ট করা যায়। এই গেমের সবচেয়ে মজার দিক হচ্ছে নিজের পছন্দ মতো নাম কেনা যায়।
ফেবল গেমটি অন্যান্য সোর্ড ফাইটিং গেম থেকে কিছুটা ভিন্ন ধরনের করা হয়েছে।
তবে এটি অনেক enjoyable game। পরবর্তিতে ফেবল ২ ও ফেবল ৩ নামের আরো দুইটি গেম বের হয়েছে। যারা mythology ভালবাসেন, তারা অবশ্যি ট্রাই করবেন ফেবল। আশা করি ফেবল আপনাদের হতাশ করবেনা।
গেমটির রিকোয়ারমেন্টস কোথাও পেলাম না।
কিন্তু এখনকার সময়ের অফিসের কম্পিউটার বাদে সকল কম্পিউটারেই গেমটা চলার কথা। আমার ব্লগে পূর্বে প্রকাশিত। সবাই ভালো থাকেন, হ্যাপি গেমিং.....! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।