আমাদের কথা খুঁজে নিন

   

একা আমি জীবন-তরী বাইতে নারি

আমিও ছায়ার মত মিলিয়ে যাব। একা আমি জীবন-তরী বাইতে নারি। কোথা হে ভবের কাণ্ডারী। ভেবেছিনু নাই-বা এলে ওহে ভব-নদীর মাঝি, যাব চলে আপন পালে অবহেলে। এখন মাঝগাঙেতে টুটল দড়ি, ভাঙা নায়ে উঠল বারি হে কাণ্ডারী, ভাঙা নায়ে উঠল বারি।

(আমি দেখি নাই হে ভাঙা নায়ে উঠল বারি) (আমার আপন দোষে ভাঙা নায়ে উঠল বারি)। আজি এই বিপদকালে ওহে কাল-খেয়ার মাঝি, এসো তুমি আমার হালে, আমার পালে। এখন টানের তানে নূতন প্রাণে আমি শুধু গাইব সারি। হে কাণ্ডারী, আমি শুধু গাইব সারি। (তুমি নাও চালাবে, আমি শুধু গাইব সারি) (চেয়ে ঢেউয়ের পানে, অভয়প্রাণে গাইব সারি)।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।