পোকামাকড় বোলতা আমার খুব প্রিয়। যদিও বোলতা কখনও ধরা যায় না কারণ বিষাক্ত হুল আছে। এ হুল দিলে জ্বরও আসতে পারে। তবে মাঝে মাঝে বোলতা বারান্দায় আসলে আমি সে বোলতাকে চিনির রস দেই। চিনির রস ছাড়া বোলতা প্রাকৃতিক ভাবে ফুলের রস খায়।
বোলতা খুব উপকারি পোকা । পূর্ণাঙ্গ বোলতা ফুলের রস খেলেও বোলতার লার্ভা ক্ষতিকর শুয়াপোকাকে খায়। এর জন্য পূর্ণাঙ্গ বোলতা প্রতিদিন প্রচুর পরিমাণ শুয়াপোকা শিকার করে। এভাবে বোলতা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু মানুষ কীটনাশক দিয়ে আজকে নিজের উপকারি পোকাকেই ধ্বংস করছে।
কীটনাশক না দিলে বোলতা এবং আরও অন্যান্য উপকারি পোকা অপকারি পোকাকে নির্দিষ্ট পরিমাণ খেত,ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হত এবং কোন পোকারই সংকট হত না। আমরা আমাদের উপকারি পোকাকে এভাবে ধ্বংস করছি। আমরা কখনও কীটনাশক প্রয়োগ করবো না এবং বোলতাকে বিলুপ্তির হাত থেকে বাঁচাবো। বোলতা আমাদের উপকার করে। নিচে কিছু বোলতার ছবি দেওয়া হলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।