আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রাবুড়ি ও স্মৃতির নদীগুলো এর পোস্টের পর

সকলের মাঝেও আমি একা হলেও আমি বিষন্ন নই; আমি গর্বিত। আর আমার দূর্বলতাই আমার সবচেয়ে বড় শক্তি। কাল প্রথম পাতায় স্মৃতির নদীগুলো এলোমেলো এর একটি পোস্ট দেখলাম। পড়ে জানলাম চন্দ্রাবুড়ি ও তার শেষ পোস্ট সম্পর্কে। কিছু লিখতে চেয়েছিলাম, কিন্তু পারলাম কই।

আমাকে দেখানো হয়------ "দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না । লক্ষ্য করুনঃ নতুন ব্লগারদের জন্য নীতিমালা - নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না । কিন্তু নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য করতে পারবেন । কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে । " যারা সমস্যা করার তারা এমনিতেই করে।

তাদের আবার নতুন-পুরতন কি? আমি এই ব্লগে আছি ৯ মাস ১ সপ্তাহ ধরে। লেখা শুরু করেছি ১ মাস হয়ে গেলো। কিন্তু মডু ভাইয়েরা ১ সপ্তাহের কথা বলে ১ মাস হয়ে গেল আমাকে "ওয়াচ" এই রেখে দিলেন । এই ব্লগে আমি অনেক ভালো ভালো লেখা পেয়েছি। সেসব লেখা প্রিয়তে রেখে দেই আর অপেক্ষা করি কবে কমেন্ট করতে পারব, করে ধন্যবাদ দিতে বা অন্য কিছু করতে পারব।

খুব ভালো লেখালেখি করি এই দাবী করি না। কিন্তু এভাবে আটকে রাখলে কিছু লিখতেও কি ভালো লাগে? মডু ভাইদের বলতে চাই, ভাইয়েরা নতুন ব্লগারদের উদ্দেশ্য যদি অন্যরকম থাকে তাহলে কিন্তু যাই করা হোক, তারা ঠিক হবে না। মনে করেন, আপনারা কাউকে এরকম ১ মাস রেখে দিলেন "ওয়াচ" এ। সে খুব ভালো ভালো লেখা লিখল, তারপর, "জেনারেল" হওয়ার পর ঠিকই ব্লগের পরিবেশ খারাপ করল, তাহলে ভাইয়া লাভ কি হল? আমি জানি না, আমার এই লেখা কেউ পড়বে কিনা? বা কেউ পড়ে বিরক্ত ও হতে পারেন, বা মডু ভায়েরা রাগও করতে পারেন। কিন্তু, এ ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে লেখাটা লিখি নাই।

শুধু মনের দুঃখটি শেয়ার করলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.