কম্পিউটার প্রোগ্রামার। ফটোগ্রাফি ভালো লাগে। মানুষকে হাসাতে পছন্দ করি। ভয়ানক রকমের আশাবাদি।
অনেক ব্যস্ত পড়াশোনা নিয়ে? অথবা জব নিয়ে? শেষ কবে মাথার উপরের এই বিশাল আকাশটাকে অনেক সময় নিয়ে একবার দেখেছিলেন মনে পড়ে? না পড়ে না, তাইনা? জীবনকে নিয়ে আমরা অনেক ব্যস্ত, চারপাশে তাকানোর মতো সময় যে আমাদের নেই!
একটা কথা কি জানেন, প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা যে মানুষ তা ভুলিয়ে দিয়েছে! রুটিন বেধে দেয়া যন্ত্রে পরিনত করেছে আমাদের।
একটা অদৃশ্য বৃও দিয়ে আমাদের জীবনটাকে এমন ভাবে ঘিরে দেয়া হয়েছে যে, বৃওের বাইরে যেতে আমরা ভয় পাই, নিয়মের বাইরে এক মিনিটে সময় নষ্ট করতে কষ্ট হয়, নতুন কে জানার আগ্রহ হারিয়ে ফেলছি, ইচ্ছে হয় না আকাশে পাখির উড়ে যাওয়া দেখতে।
ভালবাসা, বনধুত্ব এখন শুধু আক্ষরিক অর্থ ই বহন করে, ভালবাসা নিত্যান্ত লোক দেখানো সম্পর্ক হয়ে গেছে। সম্মান, বিশ্বাস এবং বন্ধুত্বপূর্ণ ভালবাসা এখন মুখ লুকিয়ে কাদেঁ। কে বন্ধু, কে শএু, ভেদাভেদ করা রীতিমতো দূরহ ব্যপার!
যান্রিকতার ভিড়ে আমরা হয়ে যাচ্ছি রক্তে, মাংসে গড়া যন্ত্র, ভাবতে ই কষ্ট লাগে, তবু ও ভাবি বিষয়গুলোকে নিয়ে মাঝে মাঝে, শেষে কোনো কুলকিনারা না পেয়ে ক্লান্ত হয়ে নিজের বৃওে ফিরে যাই!
আমার পক্ষ থেকে একটি লাল গোলাপ আপনাকে, প্রচলিত কোনো কারনে নয়, যন্ত্রসভ্যতা থেকে মানব সভ্যতা কে আলাদা করার ছোট্ট একটি প্রয়াস মাএ। ভাল থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।