১ হাজার ৮শ’ কোটি ডলারের ঋণের বোঝা নিয়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করে আদালতের সাহায্য চেয়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট নগর কর্তৃপক্ষ।
বছরের পর বছর ধরে শিল্প খাতের মন্দার জেরে বন্ড ও পেনশন তহবিলের দেনা শুধতে না পেরে ডেট্রয়েটের ইমার্জেন্সি ম্যানাজার কেভিন অর বৃহস্পতিবার ফেডারেল আদালতে এই আবেদন করেন ।
যুক্তরাষ্ট্রের কোনো শহরের দেউলিয়াত্বের মুখে পড়ার এটাই সবচেয়ে বড় ঘটনা। সার্বিক পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছেন ডেট্রয়েটের অধিবাসী ও বিনিয়োগকারীরা।
আদালত নগর কর্তৃপক্ষকে দেউলিয়া ঘোষণা করলে সরকারি বন্ডে বিনিয়োগকারী ও পেনশনগ্রহীতারা তাদের দেনা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হবে।
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের সবচেয়ে বড় এ শহর এক সময় শিল্পের জন্য বিখ্যাত হলেও বিগত বছরগুলোতে টানা মন্দার কারণে এর ৭ লাখ অধিবাসীর এক তৃতীয়াংশই দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন।
স্থানীয় বাসিন্দাদের এক পঞ্চমাংশই বেকার হয়ে পড়েছেন। ঋণ শোধ না হওয়ায় পরিত্যাক্ত হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার বাড়ি। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন অনেকে।
আবার অনেকেই মনে করছেন, দেউলিয়াত্বের আবেদন শেষ পর্যন্ত কাজে আসতেও পারে।
তবে সে ব্যাপারে নিশ্চিত নন কেউই।
এক সময়ের মোটর কারখানার শ্রমিক ডেমিয়েন কলিনস (৬৮) বলেন, “আদালত দায়িত্ব নিলে হয়তো পরিস্থিতি বদলাতে পারে। তবে আমি আর কোনো আশা দেখি না। ডেট্রোয়েটের সেই দিন আর ফিরবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।