www.facebook.com/omith.hasan.9 সকলের দৃষ্টি আকর্ষণ করে কিছু জরুরি কথা বলতে চাই...(প্লিজ সবাই পোস্টটি শেয়ার করবেন কারণ এটা ব্লগ এবং ফেইসবুকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠেছে)
ফেইসবুক বা ব্লগে কোন নিউজ বা ছবি শেয়ার দেয়ার আগে এর সত্যতা যাচাই করে তারপর শেয়ার করবেন। কারণ তা না হলে এর মাধ্যমে মারাত্মক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। যেমনঃ
১। আজকে অনেককেই স্ট্যাটাস দিতে দেখলাম যে, আন্দালিভ রহমান পার্থকে গ্রেপ্তার করেছে পুলিশ। তো আমিও একটা স্ট্যাটাস লিখলাম তারপর যখন নিউজের সত্যতা যাচাই করতে গেলাম তখন দেখি এটা একটা ভুয়া নিউজ।
তারপর যারা নিউজটি নিয়ে পোস্ট দিয়েছিলো তাঁদের কয়েকজনকে ফোন করলাম, ফোন করে যখন নিউজ এর সোর্স জিজ্ঞাসা করলাম তখন বলে, ভাইয়া ফেইবুকের কয়েকটা পেজে দেখেছি। অর্থাৎ তাঁদেরকে কাছে এখন ফেইসবুক পেজেই নিউজ সোর্স!!!
২। কয়েকদিন আগে দেখলাম কয়েকটা পেজ এবং কয়েকটা আইডি একজন মেয়ের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের একটি ছবি শেয়ার দিয়ে বলে, দেখুন শালা কতো বড় লুইচ্চা। পরে বিশস্ত সুত্রে জানতে পারলাম ছবির মেয়েটি মহিউদ্দিন খান আলমগীরের নিজের মেয়ে। আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে আসল ছবিটিতে মহিউদ্দিন খান আলমগীরের মেয়ের জামাইও ছিল কিন্তু ফটোশপ করে মেয়ের জামাইকে ছবি থেকে বাদ দিয়ে দিয়েছে।
চিন্তা করুন কতো ভয়াবহ ব্যাপার যে, বাবার সাথে মেয়ের ছবি শেয়ার দিয়ে বলে, শালা কতো বড় লুইচ্চা!!!
-মহিউদ্দিন খান আলমগীর একজন জঘন্য লোক, এতে কোন সন্দেহ নেই, তাই বলে কি তার মেয়ের সাথের ছবি শেয়ার দিয়ে মিথ্যা বলে তাকে খারাপ প্রমাণ করতে হবে??
এ রকম ঘটনা ফেইসবুকে প্রতিনিয়তই ঘটছে। ফলে বিপন্ন হচ্ছে অনেকের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন। যা অত্যন্ত দুঃখজনক এবং আতঙ্কজনক।
অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, ভাই ফেইসবুকে আপনার ছবি দেন না কেন???
-আসলে ফেইসবুকে আমার শ খানেক ছবি ছিল কিন্তু যখন লেখালেখি শুরু করি তখন এই নিরাপত্তার কথাটা চিন্তা করেই ফেইসবুক, এমনকি ইন্টারনেটের অন্যান্য সকল জায়গা থেকে আমার সকল ছবি ডিলিট করে দিয়েছি। ডিলিট না করলে আজকে আমার ছবি নিয়ে যে কি হতো-তা হয়তো আমার চেয়ে আপনারাই ভালো বলতে পারবেন।
-যারা এইসব ভুয়া নিউজ এবং ফটোশপ দিয়ে মিথ্যা ছবি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করেন, মানুষকে হয়রানি করেন তাঁদের জন্যে নিচের এই আয়াতটিঃ
“মুমিনগণ! যদি কোন ব্যক্তি (ফাসেক) তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, তবে তোমরা তার (সংবাদের) সত্যতা যাচাই করে নিবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা অন্য কারো ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও”-সূরা আল হুজরাতঃ ৬ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।