বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ; চাঁদেরে হেরিয়া কাঁন্দে চকোরিনী; বলে না তো কিছু চাঁদ। জানে সূর্যেরে পাবে না; তবু অবুঝ সূর্যমুখি, চেয়ে চেয়ে দেখে তার দেবতারে; দেখিয়াই সে যে সুখি। হেরিতে তোমার রুপ মনোহর, পেয়েছি এ আঁখি ওগো সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের ও সেই স্বাদ। - কাজী নজরুল ইসলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।