হূদরোগে আক্রান্ত হয়েছেন তরুণ কণ্ঠশিল্পী তৌসিফ। গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে নিজের বাসায় (মোহাম্মদপুরে) হঠাত্ অসুস্থ হওয়ায় তাঁকে দ্রুত ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। দুপুরে মুঠোফোনে তৌসিফ বলেন, ‘আমার আব্বা-আম্মা দিনাজপুর থেকে আসছেন। তাঁরা আসার পর উন্নত চিকিত্সার জন্য অন্য কোনো হাসপাতালে আমাকে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’ এদিকে সম্প্রতি গ্রামীণফোন মিউজিক রেডিওতে তৌসিফের নতুন অ্যালবাম অনিদ্রার গানগুলো প্রকাশ করা হয়। আর অডিও সিডি আকারে রোববার অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।