আমার চোখে বর্তমান... প্রথমেই বলে রাখি বাংলাদেশের সংস্কৃতিতে হিন্দী বিনোদন মাধ্যম গুলোর আগ্রাসন আমি মনে প্রানে অপছন্দ করি। সাধারনত হিন্দী চ্যানেলগুলো আমি দেখিনা, আমাদের বাসার সবাইকে দেখতে নিরুৎসাহিত করি। তবে খুব ভাল কিছু হিন্দী মুভি আমি দেখি সবাইকে নিয়েই।
মুন্না ভাই নামক একটি হিন্দি মুভি দেখে আমি প্রথম গান্ধীবাদ সম্পর্কে কিছুটা ভাল ভাবে জানি। দুঃখজনক যে এ ব্যাপারে এর আগে তেমন কোন পড়াশুনা করা হয়নি আমার।
আবার এখন গান্ধীবাদ নিয়ে আলোচনায় এসেছেন আন্না হাজারে নামক একজন সমাজকর্মী। আমি অনেক মনোযোগ দিয়ে এই ভদ্র লোকের কাজকর্ম লক্ষ্য করছি। কি করছেন এই ভদ্রলোক?
তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। আজকের পত্রিকায় দেখলাম, তিনি বলেছেন, "আমাদের আরেকটি স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। " আরো জানলাম যে তিনি তাঁকে নিঃশর্তভাবে অনশন করতে দেয়া না হলে জেল থেকে বের হতে অস্বীকৃতি জানিয়েছেন।
মনে হচ্ছে তাকে জেলে ভরে সরকার আরো বেশী বিপদে পড়েছে।
খুব ভাল লাগল এই বিষয়গুলো জেনে। আমাদের দেশে এমন একটি আন্দোলন মনে হয় আরো বেশী প্রাসংগিক। আমাদের রাজনীতিবিদ ও সমাজকর্মীদের অনেক কিছু শেখার আছে আন্না হাজারের কাজকর্ম থেকে। তারা কি শিখতে পারবেন কখনো?
কোন দুনীর্তি নিয়ে আমাদের দেশে আন্দোলন হয়েছে এমন ঘটনা বিরল।
দেশের সমস্যাগুলো নিয়ে রাজনীতিবিদরা চিন্তা করার সময় পান বলে মনে হয় না। খুব লজ্জার বিষয়। তবে রাজনীতিবিদদের লজ্জা মনে হয় তেমন থাকে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।