আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে আমরা সিরিজ খোয়ালাম। ৫ ম্যাচের সিরিজ ৩---০ তে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে

বাংলাদেশ এর গত তিনটা ম্যাচ দেখার দুঃভাগ্য আমার হল। শেষ ম্যাচ ছাড়া বাকি দুটো খেলায় গরুহারা হেরে ৫ ম্যাচ সিরিজ হতে ৩ ম্যাচ শেষে আমাদের ছেলেদের পয়েন্ট ০! মানুষের হয় উন্নতী আর আমাদের হল চরম অবনতি। টেষ্ট ম্যাচ হারানোর পর আমাদের নাক উচু অধিনায়ক বলেছিলেন ওয়ানডেতে তারা নাকি ঘুরে দাড়াবে(?) সত্যি তারা উন্নতি করেছে প্রথম ম্যাচে ১৮২ পরের ম্যাচে ১৮৮ আর আজ ২৪৫। তামিম সাকিব এর খেলার মান এখন কোথায় গিয়ে পৌছেছে? নিবার্চকদের ক্ষমতা বাড়ানো দরকার বলে মনে হয়। দলের চরম বাজে সময় কাউকেই ধৈর্য ধরতে দেখি না।

আজ শেষ ওভারে যখন বাকি পাচ বলে দরকার ৬ রান তখন মুসফিক কেন এমন হটাৎ করেই বাজে শর্ট খেললো? হাতের কাছে যখন জয় তখন এতটা উত্তেজিত হওয়া কি উচিৎ? আর কতদিন শিখবে ওরা? আমাদের এই ছোট দেশটায় অভাব অনটন আর প্রকৃতির বৈরী আচরনে বেচে থাকাই এক সংগাম যেন। আমাদের প্রকৃত বিনোদন বলে কিছু নেই। সিনেমা ধ্বংশ হয়ে গেছে টিভি নাটক ও শেষ। এক সময় ফুটবল ছিল । কর্মকতাদের খামখেয়ালী আচরনের স্বিকার হয়ে ফুটবল শেষ ।

আছে শুধু ক্রিকেট। অহংকার আশা প্রত্যাশা আলোচনা সমালোচনা সব যেন ক্রিকেট নিয়েই । নুন আনতে পানতা ফুরানো দেশে তাই কয়েক লক্ষ ডলারে বেতন দেওয়া হচ্ছে বিদেশি কোচ ক্রিকেট বিশেষজ্ঞদের। ক্রিকেটারদের দেওয়া হচ্ছে বিশ্বমানের বেতন বোনাস বাড়ি গাড়ি সহ কত শত সুবিধা। বিনিময়ে ১৬ কোটি মানুষ একটু আনন্দ করতে চায় হাসতে চায়।

প্রতিদিনের শোক মিছিলের মাঝে হটাৎ একদিন তারা রং মিছিল করতে চায়। ঊল্লাস করতে চায়। ভালোবাসা দিয়ে ভাসাতে চায় তাদের প্রিয় বাংলাদেশ ক্রিকেট টিম কে। এই চাওয়া কি খুব বেশি অন্যায়? দর্শক হিসাবে আমরা জানি সব ম্যাচ জেতা যায়না। কিন্তু যখন ৫৮ রানে আমাদের চেয়ে এক গ্রেট নিচের দল এর কাছে লজ্বাজনক ভাবে রেকর্ড গড়ে অল আউট হতে হয়।

যখন সিধুর মত চর্তুথ শ্রেনীর একজন জেল খাটা সাবেক ক্রিকেটারের খেদ্দাক্তি শুনতে হয়। নখহিন বাঘ বলে সারা বিশ্ব আমাদের উপহাস করে সেই লজ্বা রাখি কোথায়! দুই দিন দুই রাত লাইনে দাড়িয়ে যে মানুষ গুলো টিকেট কিনলো তারা ৭৮ রানে অল আউট হওয়ার দুখ কোথায় রাখবে? ডোয়িং রুমে বসে যখন আমার কলেজ পড়ুয়া ছোট ভাইকে কাদতে দেখি তখন কষ্টে আমার বুক ভেংগে যায়। যন্তনায় বুকের কাছে দলা বেধে উঠে কষ্ট। দির্ঘশ্বাস নিয়ে ভাবি আর কত ডোবাবে তুমি বাংলাদেশ ক্রিকেট টিম? তামিম শাকিব জুনায়েদ সহ অন্যদের কথা-র্বাতা আচার আচারনে ফুটে উঠে অহংকারী মনোভাব। বিশ্ব ক্রিকেটে রিকি পন্টিং শচিন সাঙ্গাকারাদের চেয়েও যেন ওরা বড় কোন তারকা।

র্দুভাগ্য আমাদের বিশ্বমানের বোলার দের ব্যাটসম্যানদের বাজে খেলার খেসারত দিতে হল ওদের। চেয়ে ছিলাম অনেক কিছু বলতে অনেক কিছু লিখতে। কিন্তু পারছিনা। ৫৮ থেকে ৭৮ রান বিশ্বকাপে প্রথম কোন দল যারা ১০০ রানের নিচে একই আসরে দুবার অলআউট হয়েছে। অথচ নেদারলান্ড আয়ারলান্ড এরমত আইসিসির সহযোগী দলের রানও তিনশোর উপরে উঠেছে , ওদের একাধিক প্লেয়ার সেন্চুরি করেছে।

চেনা মাটি চেনা আকাশ চেনা বাতাশে বড় বেশি অচেনা এক দল যেন বাংলাদেশ ক্রিকেট টিম। গত বিশ্বকাপে আমি জয় চাইনি সম্মান চেয়েছিলাম। গরিবের সম্মানটাই তো সব। শাকিব তা পারেনি, তবু তার পদত্যাগ চাইনি। তাদের মঙ্গল চাইছি।

কিন্তু আর কত? ক্রিকেটার ভাইরা তোমাদের কাছে অনুনয় বাংলাদেশ কে আর লজ্বা দিওনা। ১৬কোটি মানুষ তাদের সম্মান চায়। বিশ্বকে বলতে চায় আমরাই টাইগার। আমরাই ভাষার জন্য রক্ত দিয়েছি। আমরাই সেই বীরের জাতী যারা মাত্র নয় মাসে প্রবল যুদ্ধের ম্যাধোমে একটি স্বাধীন দেশ অর্জন করেছি।

কারো দয়া আমরা চাইনা। আমরা বীরের জাতী মাথা উচু করে বাচতে চাই। আমার মায়ের মত অনেক মা তোমাদের জন্য নামাজ পড়ে দোয়া করছে। তোমরা জেগে উঠো। নিজেদের প্রমান কর।

আসলেই কি তোমরা তা পারবে? যদি নাপারো তবে অন্য কিছু কর। জনগণের কষ্টের টাকার অপচয় বাদ দাও!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।