আমাদের কথা খুঁজে নিন

   

আর একবার

ফিরেই মনটা কেমন অস্থির হয়ে উঠল , কি এক শূন্যতায় পেয়ে বসলো আমায় । অথচ , বাইরে যাবার সময় তো এমন হয়নি । মনটাই শূন্য থাকে , ঘর তো নয় । হাস্নাহেনার ঝোপটাও কেমন মুখ টিপে হাসছে , দরজার পরদাগুলো কিসের স্পর্শে বিবশ ? দেয়াল ঘড়িটাও থেমে গেছে ঘণ্টা খানিক আগে । সব মিলিয়ে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র - অস্থির করে তুলছে আমায় । একটা প্রশ্ন সুতো কাটা ঘুড়ির মতো এলোমেলো উড়ছে , তবে কি তুমি সত্যিই এসেছিলে ? ইসশ ! এমন সময় তুমি এলে ! এই তোমার আসার সময় হলো ? প্রতিটা মুহূর্ত অপেক্ষায় থাকা আমায় ফাঁকি দিয়ে - এমন সময় ? হাস্নাহেনা তো তোমায় আমার মতো চায়নি , এই ঘর , এই দেয়াল , থমকে যাওয়া মুহূর্ত - আমার মতো তোমায় ভালবাসেনি । তাই তো তুমি ফিরে যেতে পেরেছো । আর একবার আসবে , একবার ? কিছুতেই যেতে দেবো না তোমায় একবার এসেই দ্যাখো । ২৭.০৭.২০১১.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।