আমাদের কথা খুঁজে নিন

   

কোয়াব এর ফাজলামি ব্ন্ধ হবে কবে ?

নীল পাগলের দেশ থেকে বাংলাদেশের ক্যাবল অপারেটদের মূল সংগঠক ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (কোয়াব) । কিন্ত গত ১৫ বছরেও এই সংগঠনের কোন উন্নতি হয় নাই এমনকি দর্শকরাও সর্ম্পুন রুপে এদের কাছে জিম্মি । কারণ এই সিন্ডিকেটের কারনে দেশে এখনও আমরা মান্ধাতার আমলের ডিস দেখছি , যেখানে উন্নত দেশের কোথাও এই ব্যাবস্হা চালু নেই । বাংলাদেশে ডিটিএস না আসতে পারে তার প্রধান কারনই হল কোয়াব । অথচ পাশের দেশ ভারতে এখন সবই ডিটিএস (এয়ারটেল, ডিশটিভি, টাটা স্কাই) ব্যভার করছে।

সরকার মুখে ডিজিটাল ডিজিটাল করে লাফালেও আসলে এর মানেই তারা জানেনা । তাই কোয়াবের জবাবদিহিতা করারও কেউ নেই । এজন্যই তারা পুরোনো আমলের ডিশ সংযোগ দিয়ে বেড়াচ্ছে । এবং কিছু সংখ্যক গতবাধা চ্যানেল দিয়েই তারা সবাইকে খুশি রাখছে । সুতরাং ভবিষ্যতে আপনি যদি কোন এইচডি (হাই ডেফিনিশন) টিভি কিনেও থাকেন তার কোয়ালিটি আপনি কোনদিনই পাবেন না যতদিন না পর্যন্ত দেশে ডিটিএস আসে ।

এমনকি মিডিয়াও এখানে নিরব দর্শকের ভূমিকায় আছে । আপনার এ ব্যাপারে কোন মতামত থাকলে দিতে পারেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।