আমাদের কথা খুঁজে নিন

   

এরাতো আমাদেরই নেতা - আমরা যদি আমাদের ছোট পরিসরে নিমকহারাম হই - আমাদের নেতা হিসাবে তাদের এমনই হবার কথা নয় কি?

অনেকদিন আগে শুনেছিলাম - In democracy people get what they deserve - কথাটা মনে গেথে গিয়েছিল। গত কয়দিন ধরে উপলব্ধি করছি কি নির্মম সত্য একটা কথা যা গত কিছুদিন ধরে আমরা প্রতি পদে উপলব্ধি করছি। আজকে আমরা যা দেখছি কেন জানি মনে হয় তা আমাদেরই কর্মফল। আমাদের দেশে যাদের আমরা ভাল ছেলেমেয়ে বলি তাদের আমরা রাজনীতি থেকে দূরে রাখি। এক অর্থে যার আর কোন কাজ করার উপায় নেই সেই রাজনীতি করে।

সরকারী চাকুরীর দিকে তাকালেও একই দৃশ্য দেখি। দেশ মূলত চলে যাদের সরাসরি সম্পৃক্ততায় দু:খজনক হলেও সত্য তারা দেশের সবচেয়ে যোগ্য ব্যাক্তিবর্গ নন। যখন আমাদের শ্রেষ্ঠ সন্তানেরা দেশের কথা ভেবেছেন, দেশের জন্য কাজ করেছেন - আমরা অর্জন করেছি অনেক কিছু। আজকে আমরা কথার তুবরি ফোটাই, সমালোচনা করি কিন্তু এগিয়ে যাই না নিজের জায়গা থেকে, জড়াতে চাই না রাজনিতীতে - আমার জাত যাবে যে। দেশের রাজনিতী ভীষণ নোংরা - আমি এত নীচে নামতে পারব না।

আর ওই নোংরা রাজনিতীর মানুষগুলো যখন আমাকে/আমাদের বেশ্যার মত যখন যেভাবে খুশী ব্যবহার করবে তখন আমরা কাপুরুষের মত মিনমিন করব, কেউ বা তাদের আশ্রয়ে যেয়ে নিরাপত্তা খুজব। এই যদি হয় আমাদের বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ সন্তানদের চরিত্র তাহলে আমাদের এখনকার হাল বিচিত্র কি?! আমরা যারা দেশের প্রথম সারীর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছি, এখন নামি দামী জায়গায় কাজ করছি - তারা যদি আজকে দেশের কথা ভাবতাম তাহলে হয়ত এই দিন দেখতে হতো না। জাতির সাথে বঈমানী প্রথমে শুরু করেছি আমরা আর আজকে তার ফল ভোগ করছে সাধারন মানুষ। সাধারন মানুষের ট্যাক্সের টাকায় স্কলারশীপ নিয়ে আমরা পড়াশুনা করেছি, বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছি আর চায়ের টেবিলে হা হুতাশ করছি দেশ কিভাবে রসাতলে যাচ্ছে - একবারও ভাবছি না যে দেশ আমাকে এত কিছু দিয়েছে তার জন্য আমি কি আমার সবটুকু দিয়ে চেস্টা করেছি। আমিতো স্বার্থপরের মত নিজের সুবিধা দেখে চলছি - আর আজকে শেখ হাসিনা/খালেদ জিয়াকে গালি দিচ্ছি - এরা দেশকে ডুবাচ্ছে।

এরাতো আমাদেরই নেতা - আমরা যদি আমাদের ছোট পরিসরে নিমকহারাম হই - আমাদের নেতা হিসাবে তাদের এমনই হবার কথা নয় কি? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।