আমাদের কথা খুঁজে নিন

   

১৫ মামা

ভাল লাগ কবি এবং কবিতা ২৮ শে জুন, ২০১১ দুপুর ১:১৬ তুমি একদিন প্রশ্ন করেছিলে কবি আর কবিতার মাঝে যোগটা কোথায়? বলতে পারিনি সেদিন, তাই আজ বলছি তোমায়........... কবিতার ভেতর আছে, কিন্তু কবির ভেতর তা নেই, কবিতা লেখে যে কবি হয় সেই। কবিরা ভাবুক হলে কবিতারা ভাবনা কবিরা দু:খ হলে কবিতারা কান্না। কবিরা নেতা হলে কবিতারা ভাষ্য কবিরা কৃষক হলে কবিতারা শষ্য।... পোস্টটি ০ জনের ভাল লেগেছে * ২টি মন্তব্য * বাকিটুকু পড়ুন * ২০বার পঠিত আমাকে আমার মত থাকতে দাও ২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৭ আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজেকে নিজেরমত গুছিয়ে নিয়েছি, যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন.............................. তোমার ওই দুনিয়ার ঝাপসা আলোয়, কিছু...................................................যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও..............দুরবিনে চোখ রাখবো না না না .....................না ,.........না..................না... পোস্টটি ০ জনের ভাল লেগেছে * ০টি মন্তব্য * বাকিটুকু পড়ুন * ৪২বার পঠিত আমি যুবক এক উদভ্রান্ত পথিক(রিপোস্ট) ১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৩ আমি যুবক এক উদভ্রান্ত পথিক চারিদিকে আমার আধাঁর আর আধাঁর, অনিশ্চিত ভবিষ্যত মনের ভিতর জ্বলে উঠে ভালবাসার দাবানল, বার বার বহুবার টাকার দোকানে বিক্রি করে আসি বিবেকের সবকটি হাতিয়ার গত ত্রিশটি বছরে কিনেছি যত তত দামী অদামী শিক্ষার সনদ ছোট একটা চাকুরির জন্য তা কোনকালেই যথেষ্ট নয় কবিতা লিখতে বসে বুঝেছি কাঁচা হাতে এসব হয়না চোখে...... পোস্টটি ১ জনের ভাল লেগেছে * ৬টি মন্তব্য * বাকিটুকু পড়ুন * ৮৯বার পঠিত ভাবনা ২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪০ কেন এই গোধুলী বেলায় মনে পরে শুধু তোমায়? গভীর রাতে হঠাৎ যখন জেগে উঠি মনে পরে তোমার কথা। ঘুমিয়ে তোমায় স্বপ্নে দেখি, শান্ত সকালে মিষ্টি রোদ জানালা দিয়ে ঘরে আসে,... পোস্টটি ৩ জনের ভাল লেগেছে * ২৪টি মন্তব্য * বাকিটুকু পড়ুন * ১৮৪বার পঠিত শিরোনাহীন কবিতা ২৮ শে জুন, ২০০৯ সকাল ৮:২৫ (আমি কোন নাম খুজে পেলাম না, কারো মাথায় কোনো ভাল নাম এলে জানাবেন প্লিজ) খুব বিস্তৃত ওদের ঘর সমান্য ধূলোবালী ছাড়া নেই কোন জঞ্জাল, বন্দীত্বের প্রতীক হয়ে নেই কোন দেয়াল চাঁদের আলোকে আড়াল করার জন্য... পোস্টটি ২ জনের ভাল লেগেছে * ১৮টি মন্তব্য * বাকিটুকু পড়ুন * ২৩০বার পঠিত .....................যন্ত্র সভ্যতা..................... ২৪ শে জুন, ২০০৯ সকাল ৮:৩৭ মানুষ খুব সহজে বদলে যেতে পারে সময়ের প্রয়োজনে, আদি উন্মাদনা ভুলেছি অনেক বছর আগে, যবে পৌত্তলিকতা ছেরেছি সভ্যতার লাল-নীল বাতিতে আজ পৃথিবী আলোকিত নিজের মত করে তবুও লুটেরা আমাদের জন্মভূমি জবরদখল করে তৈরী করে উপনিবেশ কত সহজে নিলাম হয়ে যায় ইরাকের মত প্রাচীন অথচ পবিত্র সভ্যতা অভুক্ত থাকার ভয়ে রাশিয়ার মেয়েরা বিক্রি হয়ে যায় সস্তা... পোস্টটি ৩ জনের ভাল লেগেছে * ২২টি মন্তব্য * বাকিটুকু পড়ুন * ১৮৪বার পঠিত ব্লগ হিট হওয়ার উপায় ১৮ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৫ দুদিন আগেও আমি কান্নাকাটি করছিলাম , আমার লেখা কেউ পড়ে না কেন? আর হয়ে গেলাম হিট, পুরানোদের ধন্যবাদ অনেক পরার্মশ দিয়ে সাহায্য করার জন্য।অনেকে বলেছিলো ওই পোষ্টে এত মন্তব্য কেন পেলাম তা যাচাই করে পরে আবার পোষ্ট দিতে তাই এই পোষ্ট দেওয়া। যতটুকু বুঝলাম শিরোনামটা যদি আর্কষনীয় হয় আর লেখার মান... পোস্টটি ৮ জনের ভাল লেগেছে * ৩৮টি মন্তব্য * বাকিটুকু পড়ুন * ৩২৪বার পঠিত আমার লেখা কেউ পড়ে না কেন? ১৭ ই জুন, ২০০৯ সকাল ৯:১৭ ১ মাস ধরে ব্লগিং করছি , প্রতিদিন অনেক আশা নিয়ে প্রবেশ করি যে কে কি মন্তব্য করলো দেখার জন্য, কিন্তু হতাশ হতে হয়। আমার লেখার মান কি খুবই খারাপ? তাহলে কি করে ভাল করতে পারি? দয়া করে সঠিক পরার্মশ দিবেন। পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে * ৭৬টি মন্তব্য * বাকিটুকু পড়ুন * ৪২৭বার পঠিত সভ্য অসভ্যের এই সভ্যতা (সভ্যতা নিয়ে বিতকা/কবিতা) ১৬ ই জুন, ২০০৯ ভোর ৪:০৩ মানুষ খুব সহজে বদলে যেতে পারে সময়ের প্রয়োজনে, আদি উন্মাদনা ভুলেছি অনেক বছর আগে, যবে পৌত্তলিকতা ছেরেছি সভ্যতার লাল-নীল বাতিতে আজ পৃথিবী আলোকিত নিজের মত করে তবুও লুটেরা আমাদের জন্মভূমি জবরদখল করে তৈরী করে উপনিবেশ কত সহজে নিলাম


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।