আমাদের কথা খুঁজে নিন

   

গুগল ক্রোমের যে এডঅন আর এক্সটেনসান গুলা দেইখা ফিদা হইয়া যাবেন

I deem them mad because they think my days have a price... কথা হইল গিয়া এইবার মজিলা টজিলা বাদ দেন,ক্রোমে আসেন। নাইলে কিন্তুক পস্তাইবেন মাস্ট। এই অধমের কথা এখন মনে না ধরলে পরে সারা বাংলাদেশ খুইজাও আমারে পাইবেন না। জানি মনে মনে ভাবতেচেন- যা ফুট এইহান থেইকা,কত জিনিস আইলো গেল, মজিলার থেইকা নড়াইতে পারলনা আর ......যাই হোক অইহানে অফ যান। মেজাজ বিলা কইরেন না...যা কইতাছি মন দিয়া হুনেন।

নিচের লিঙ্কে ঢুইকা ক্রোম টা নামান আর ইন্সটল মারেন। আইচ্ছা,এইবার দেখেন ফকফকা গ্লাসি গ্লাসি একখান ব্রাওজার ওপেন হইয়া গেছে,খেয়াল করেন এইখানে ক্রোমের বিশাল সুবিধা। মজিলার যেইখানে স্টার্টআপ টাইমের লাইগা মাঝে মইদ্ধ্যে মনে হয় ল্যাপি টারে উপ্রে তুইলা আছাড় মারি। কিন্তু আমি সিউর ক্রোমের স্টার্টআপ টাইম দেইখা আপ্নে আপনের পিসিরে দুই তিনটা চুমো খাইবেন। google chrome download সেকেন্ড কথা হইল গিয়া এত সুন্দর ইন্টারফেস মজিলা জীবনেও দিতে পারছে?এত ইউজার ফ্রেন্ডলি?পারে নাই...তয় তাইলে ক্রোম ধরেন না কিয়ের লাইগা? এতক্ষণে নিশ্চিত অনেকে গাল বেঁকা কইরা কইতাছেন যে মজিলার মত এডঅন গুলা দিতে কওনা?আগে আফনে কন ক্রোমের ওয়েব স্টোরে ঢুকছিলেন?ঢুকেন নাই তো কেমতে জানেন অগো কয়টা এডঅন আছে কি নাই?এখন আমার কথা হুনেন...নিচের থেইকা একটা একটা কইরা পড়তে থাকেন আর এইগুলান পছন্দমত যোগ কইরা লন ক্রোমে।

দেহেন কি ফাটাফাটি একখান জিনিস বানাইয়া ফালাইছেন...... ১। প্রথমেই যে সমস্যা হয় তা হইল বুকমার্ক নিয়া। কোনখানে কেমতে রাখলে আপনের পরানের বুকমার্ক গুলা ঠিক থাকব এইটা বুইজা উঠতে পারেন না। তাইলে নিচের লিঙ্কে গিয়ে my xmark ডাউনলোড করেন আর সারা জীবনের লাইগা নিশ্চিন্ত হইয়া যান বুকমার্ক লইয়া। একাউন্ট খুইলা খালি sync আর দেখেন আপনের সবগুলা বুকমার্ক কেম্নে জমা হইয়া গেছে।

.xmarks. ২। এইবার আসি read later fast এর কথায়। মনে করেন আপনার এখন জরুরি কাজ আছে। তাই সামুতে থাকা সুন্দর কোন পোস্ট চোখে পড়া সত্ত্বেও পরতে পারছেন না। চিন্তা কি?নিচের লিঙ্কে গিয়া এইটা ইন্সটল দেন।

আর পছন্দের সব লেখাগুলা পইড়া ফেলেন যখন খুশি তখন। ভাল কথা,এইটা ইউজ কইরা অফলাইনে মানে নেট না থাকলেও অই লিখাগুলা পড়তে পারবেন। read later fast ৩। এইবার আসি মিউজিকের কথায়। মনে করেন কোন আর্টিস্টের সব গান বা এ্যালবাম সম্পর্কে আপনার জানতে ইচ্ছা করতেছে।

তাইলে নিচের থেইকা এই এক্সটেনসান টা ক্রোমে জোরা লাগান। এরপরে অইহানে গিয়া খালি আর্টিস্টের নাম লেইখা সার্চু মারেন। দেখেন আল্লার দুনিয়াই অই লোকের সব গান ডাউনলোড লিঙ্কু সহ চইলা আইছে। musictonic ৪। বহুত আজাইরা জিনিস হইল।

এইবার পড়ালেখার কথায় আসি। যারা gre দিবেন বইলা ঠিক করছেন এই জিনিসটা তাগো লাইগা। এইটা ইন্সটল কইরা ইচ্ছামত ভকাভুলারি শিখেন। মজার জিনিস হইল এইখানে আফনে কতটুকু শিখলেন তা যাচাইয়ের জন্য টেস্টও দিতে পারবেন। gre touch ৫।

নেটে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপলোড করে রাখা দরকার??কোত্থাও যাওয়ার দরকার নাই। চোখ বন্ধ কইরা নিচের লিঙ্কুতে গুতা দেন আর ইন্সটল কইরা ইচ্ছেমতন ৫ GB পর্যন্ত জিনিস রাখেন নিশ্চিন্তে। box ৬। এইবার আসি photo zoom এর কথায়। ফেসবুক,গুগল সহ হাজারের ও বেশি ওয়েবসাইটের ছবি গুলো অতি সহজেই বড় করে দেখুন।

photozoom ৬। ইচ্ছে মতন ফটো এডিট করেন be funky photo editor দিয়া। হাজারটা ইফেক্ট দেন আর নিজের ছবি দেইখা নিজেই তব্দা খাইয়া পইড়া যান। be funky photo editor ৭। নিজের বা আশপাশের এলাকার ওয়েদার রিপোর্ট জানার অনেক সময়ই প্রয়োজন পড়ে।

তাইলে??চিন্তার কুনু কারন নাই। নিচের এই জিনিসটা ডাউনলোড দেন আর ওয়েদার সম্পর্কে বিশেষ ভাবে অজ্ঞ হইয়া যান। weather ৮। lazarus এর কথায় আসি। এই জিনিসটা না থাকলে পুরা সামুলাইফ ছারখার হইয়া এতদিনে ধোলাইখালে বইয়া বইয়া চিনা বাদাম খাইত।

কারন অনেক সময় অনেক বড় কমেন্ট করতে গিয়া দেখি যে নেট বা সামুর প্রব্লেমের জন্য কমেন্ট আসে নাই। আবার পুরা কমেন্ট তখন লেখার ধৈর্য-ইচ্ছা কোনটাই থাকেনা। কিন্তু এইটা থাকলে আপ্নে সহজেই আপনার লেখা কমেন্ট recover করতে পারবেন। lazarus ৯। শেষ কথা হইল গিয়া যাহারা সৌন্দর্য নিয়া অতিশয় চিন্তিত থাকেন তারা আসলেই সারাদিন বইসা বইসা customize করার মত একটা জিনিস পাইয়া গেছেন।

নিচের লিঙ্কে গুতা দেন আর বেহুদা বেহুদা আপনার ব্রাউজারের চেহারা পাল্টান। তবে ক্রোমের থিম গুলান আসলেই জটিল। theme সবাই ভাল থাকবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.