প্রতিমুহুর্তে এ্যাকসিডেন্ট করিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। যোগ্য ও দক্ষ ড্রাইভার হলে এরকম এ্যাসিডেন্ট হয় না। কিন্তু ঘুষ খেয়ে দলীয় লোকদের পাইকিরি হারে লাইসেন্স দেয়া হচ্ছে। এই সব এ্যাকসিডেন্ট আমরা চোখে দেখতে পাচ্ছি। দলীয় পুলিশের সন্ত্রাস আমরা চোখে দেখতে পাচ্ছি।
দলীয় বিচারকদের অবিচার দেখতে পাচ্ছি। সর্বক্ষেত্রে আওয়ামী দলীয় অদক্ষ অপরাধী লোকদের গায়ের জোর আমরা দেখতে পাচ্ছি। সৈন্য বাহিনী, বিডিআর, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, শিক্ষাবিভাগ, র্যাব, পুলিশ সবকিছুর ধংস আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। চোখের অন্তরালে এসবের চেয়ে মারাত্মক ধংসযজ্ঞ চলছে। কারণ রীতিমত ঘোষণা দিয়েই শুধুমাত্র আওয়ামীদেরকে সকল ক্ষেত্রে কাজ দেয়া হচ্ছে।
তাদের একমাত্র যোগ্যতা হলো ইসলাম বিরোধীতা এবং ভারত প্রেম। অথচ দক্ষ, মেধাবী ও যোগ্য মানেই স্ব স্ব ক্ষেত্রে প্রেমময় ও ভালবাসাপূর্ণ কাজের সাক্ষ্য। এতেই দেশ ও জনগণের উন্নতি। আর অযোগ্য, অদক্ষ এবং মেধাহীন মানেই কাজটির ধংস। দেশের ধংস।
আওয়ামী লীগ তথা শেখ হাসিনা জেনে বুঝে সেই কাজই করে যাচ্ছেন। ঠিক এই রকম পরিস্থিতিতেই আল্লাহ পূর্বে নবী পাঠিয়েছেন। যেহেতু নবী আর আসবেন না সেহেতু নবীর উত্তরাধিকাররা আল্লাহর নির্দেশ মোতাবেক কাজ করে যাবেন। হয় দাওয়াতি কাজ নয় অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ। আর এ যুদ্ধ করবে যুবক ও তরুণশ্রেণী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।