পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ গতকাল পরপর দুটি বাস একসিডেন্টে শীর্ষস্থানিয় লোকজন সহ ১০ জন মানুষ নিহত হওয়ায় মানুষ এখন দেশকে মৃত্যুপুরি ভাবছে, উত্তরায় র্যাবের সাথে সন্ত্রাসিদের সাথে সরাসরি হয় বন্ধুক যুদ্ধ, ঈদের সামনে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ এমন এক মুহুর্তে ভেবেছিলাম ক্রিকেটাররাও হয়ত কালোব্যাচ পরে মাঠে নামবে। কিন্তু কিসের কি? বরং উল্টো শোকের দিনে সবার মনে তেলের ছিটা দিয়ে যাচ্ছে। আমাদের মত গড়িব দেশে যেখানে মানুষের দুবেলা ভাতের গ্যারান্টি নেই, হাইওয়েগুলোতে নিয়মিত গাড়ি একসিডেন্ট হচ্ছে অথচ রাস্তা প্রশস্ত করা কিংবা শহড় গুলোতে ইলেক্ট্রনিক্স সিগন্যাল কিংবা ক্যামেরার সিস্টেম করার পর্যাপ্ত অর্থ নেই, যেখানে এখনো শতশত স্কুলে ছাত্রদের বসার ব্রেন্চ নেই, সেই দেশেও কোটি টাকা খরচ করা হয় খেলুয়ারদের পেছনে, জেলায় জেলায় নেয়া হয় আধুনিক স্টেডিয়াম তৈরীর পরিকল্পনা, প্রাইমেরি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছেলেদের খেলেধুলারলার প্রতি উৎসাহ দেয়া হয়, ব্যাবস্থা করা হয় টুর্নামেন্টের, জাতীয় দলের খেলুয়ারদের দেখতে মন্ত্রী মিনিস্টাররাও লাইন দিয়ে দাড়িয়ে থাকে, খেলুয়ারদের নামে নাম রাখে নতুন বাচ্চাদের তাদের হাতে তুলে দেয়া হয় প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা সেই তারাই কিনা অভাবগ্রস্থ জিম্বাবুয়ের সাথে যা ইচ্ছে তা খেলে দেশের মান সম্মানের সাথে সাথে লক্ষ লক্ষ যোবক বুরোর মনে আঘাত হানছে, তাদের নিয়ে মনে হয় একটু মনযোগ দিয়ে ভাবা দরকার। সামুতে ক্রিকেট ভক্ত অনেক আছে কিন্তু আমার মত মনে হয় খুব কমই আছে, তা আমার পোষ্টগুলো দেখলেই বুঝবেন। কিন্তু আজকের এই শোকের দিনে ভেবেছিলাম খেলাদুলা নিয়ে কোন পোষ্ট দিব না, কিন্তু শোকের মাঝে তেলের ছিটে দেয়ায় আমি এই পোষ্ট দিতে বাধ্য হলাম। কাজেই কেহ উল্টাপাল্টা কিছু বলবেন না প্লিজ। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।