আমাদের কথা খুঁজে নিন

   

সমীকরনের বাইরের হিসাব...।

লেখা লেখি সহজ কথা নয়। অনেকবার চেষ্টা করেছি কিন্তু যতবারই চেষ্টা করেছি ততবারই ফেল মেরেছি। কিন্তু হাল ছাড়িনি। এই ব্লগ ফোরামে এসে সাইন ইন করতে এসে প্রথমেই একটা ধাক্কা খেলাম সেটা হল আমি যে আই ডি নিয়ে নেট এ ঘোরা ফেরা করি সেই আই ডি টা অলরেডি টেকেন বাই সামওয়ান এ লেখালেখি ত প্রায় ছেড়ে দিয়েছি। কিন্তু কালকের দুর্ঘটনার খবর আমার সমস্ত সত্বাকে কাপিয়ে দিয়েছে।

শ্রদ্ধেয় মিশুক মুনির ও তারেক মাসুদের মত মানুষ আর বাংলাদেশে আসবে কিনা সন্দেহ। সন্দেহ আমার আরেকটা আছে এই সড়ক দুর্ঘটনা আসলে ও দুর্ঘটনা কিনা? নাকি পুর্ব পরিকল্পিত আরেকটা খুন? আমি যতটুকু জানি মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ ভিডিও চিত্র ও ফুটেজ ছিল তারকে মাসুদ এবং ক্যাথরিন মাসুদের কাছে। সেগু্লো সুরক্ষিত আছে কিনা যাচাই করা দরকার। মিশুক মুনির ছিল সাংবাদিকতা জগতে উদাহরন স্বরুপ। মিশুক মুনির আমাদের প্রিয় শহীদ মুনীর চৌধুরীর ছেলে যাকে ৭১ সালে পাকিস্থানিরা হত্যা করেছিল।

কেন জানি আমার মনে হয় মিশুক মুনিরের এই মৃত্য একটি হত্যা হতে পারে। কারনে ঘাতকেরা এখন ও সক্রিয়। গুপ্ত হত্যা চলছে দেশে। হুমায়ুন আজাদ হত্যা,মিরসরাই ট্র্যাজেডি , এবং গতকালের ঘটনা একই সুত্রে গাথা। প্রকৃত তথ্য এবার ও আড়ালে রয়ে যাবে।

খুজে বের করা হোক মাষ্টার মাইন্ডদের...কি দেশ আমাদের...মুর্খ ড্রাইভারের হাতে মারা যায় আমাদের কিংবদন্তিরা। আমরা আর কতকাল চুপ করে থাকব? এই হাতে কলমের বদলে বন্দুক তুলে দিন না...! এত সব মৃত্যর বোঝা নিয়ে বেচে থাকতে চাইনা...ক্রোধে আমি অন্ধ প্রায়...আমার বুকভরা ভালোবাসা তোমাদের জন্য রইল মিশুক মুনির ও তারেক মাসুদ! ফিরে এসো তোমরা আবার এই অভাগীনী বাংলার বুকে...আমাদের তোমাদের দরকার...!! দোহাই ভুল বুঝ না... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।