আমাদের কথা খুঁজে নিন

   

গনিতের সাড়া জাগানো জাদুকরি বই

Bangladesh Mental Math Institute (BMMI) কর্তৃক নলেজ মিডিয়া পাবলিকেশন্স এর প্রকাশনায় মানসাংকের বিভিন্ন কৌশল ও শর্টকাট নিয়ে লিখিত সাড়া জাগানো জাদুকরি বই Is Math So Easy! বইটিতে রয়েছে যোগ, বিয়োগ, গুন, ভাগ, বর্গ, ঘন, বর্গমূল, ঘনমূল, শতকরা সহ দ্রুত গননা’র অগনতি Tips, Tricks, Techniques ও Shortcuts –যা কখনো স্কুলে শিখানো হয় না। বইটি পড়ে যে কেউ জানতে ও শিখতে পারবে ক্যালকুলটর এমনকি কাগজ-কলমের সাহায্য ছাড়াই কি ভাবে মানসিক গননার মাধ্যমে গনিতের দীর্ঘ ও জটিল সব calculation মুহুর্তের মধ্যেই সম্পন্ন করা যায়। মাত্র ৩-১৫ সেকেন্ডের মধ্যে যে কোন calculation করা সম্ভব, তা-ও আবার মুখে মুখে। ২য় - দ্বাদশ শ্রেনী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রনীত বইটি মূলতঃ সকলের জন্যই। নবীন-প্রবীন, শিক্ষার্থী- শিক্ষক, চাকুরীজীবি-ব্যবসায়ী, অদক্ষ-দক্ষ যে কেউ এ থেকে নিশ্চিত ভাবেই উপকৃত হবে। এ ছাড়া SAT, GRE, GMAT, MBA, BCS, BANK JOB সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফলাফলে অত্যন্ত সহায়ক ও কার্যকরী। সহজ English এ লিখিত র্আশ্চয ও জাদুকরি এই কৌশলগুলি আত্মস্ত ও প্রয়োগ করা এতই সহজ যে, কারো গণিতভীতি থাকলে বা গণিতের ভীত দুর্বল হলে-ও তা হয়ে উঠবে ইস্পাত-তুল্য দৃঢ়। এ ছাড়া দ্রুততম সময়ে Calculation এর জাদুকরি এই কৌশলগুলির জ্ঞান ও প্রয়োগ যে কাউকেই প্রদান করবে প্রচন্ড আত্নবিশ্বাসী এবং অন্যদের চাইতে উন্নততর মর্যাদা! এক কথায়, বইটি পড়ে যে কেউ-ই হয়ে উঠতে পারে অনন্য এক "Human Calculator"! বইটির জন্য যোগাযোগ করুনঃ ফিউচার জেন. ইন্টা: স্কুল, ৮/সি মনেশ্বর রোড, জিগাতলা, ঢাকা। হাতে হাতে পেতে ফোন করুনঃ ০১৫৫২৩৪২৩৮২, ০১৮৩৯৫৯০১৮৭, ০১৮১৫৪২০৩৫৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।