আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে গুগল প্লাসে উন্মুক্ত হল গেমস! প্লাস এর নামে নাক শিটকানোদের মাথায় হাত, আসছে আরো অনেক কিছু!

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। অনেকদিন থেকেই গুগল প্লাস এ গেইম খেলার ব্যাপারটা আসি আসি করছিল। ফেইসবুকের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে ফেইসবুকের সুবিধাগুলো প্রবর্তন করা ছাড়া কোন গতি নেই সে কথা বুঝতে পেরেই গুগল বিখ্যাত গেইম নির্মাতা কোম্পানি জিঙ্গার সাথে চুক্তি করে কিছু দিন আগে। অবশেষে আজ থেকে জিঙ্গার অনেকগুলো গেইম গুগল প্লাসে চালু হল। তবে একটা কিন্তু আছে, গুগল সবাইকে অপেক্ষা করাতে পছন্দ করে, তাই তাদের আগমনের মতই গেইমের বাটনটিও সবার জন্য চালু হয় নি।

আস্তে আস্তে অনেকে পেতে শুরু করেছেন। চলুন দেখি আলাদা কি আছে গুগল প্লাস এর এই গেইমে। ফেইসবুকের একটি বিরক্তিকর ব্যাপার হল, বন্ধু বান্ধব গেইম খেলে আর তার খবর দিয়ে ভরে যায় পুরো নিউজ ফিড। অনেকের বিরক্তির কারন এটি, আর নোটিফিকেশন এর ঝামেলা তো আছেই। গুগল কিন্তু এসব ঝামেলা মুক্ত।

কারন এখানে আলাদা একটি গেইম বাটন যুক্ত হয়েছে, যখন আপনার গেইম খেলতে ইচ্ছা হবে এই বাটনে চাপ দিবেন, এই পেইজ টি তখন আপনার খেলা এবন আপনার বন্ধু বান্ধব দের খেলা গেইমগুলোর সব আপডেট আপনাকে দেখাবে। এই পেইজে বসেই আপনি যে গেইম খেলতে ইচ্ছা হয় খেলবে। সুতরাং আপনার মেইন স্ট্রিম পেইজ টি থাকবে ঝকঝকা! যারা গেইম খেলতে চান, যখন খেলতে চান খেলবেন সম্পূর্ন আলাদা দুনিয়ায়, খেলার যায়গা তো আলাদা থাকাই ভাল তাই নয় কি?! কি কি গেইম থাকছে? দেখুন লিস্টঃ এখানেই শেষ নয়, খুব শিঘ্রই ফেইসবুকের ফ্যান পেইজ এর মত গুগল প্লাস এ বিজনেস পেইজ খোলা যাবে, তখন হয়ত টেকটিউনের ও একটা গুগল প্লাস পেইজ দেখতে পাব। আর সেলিব্রিটিদের জন্য আসছে আলাদা সেলিব্রিটি পেইজ যেটি ভেরিফাই করবে গুগল নিজে! মূল আর্টিকেল এবং ভিডিও সূত্রঃ সুখবর২৪.কম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।