স্বার্থপরতার নাম যদি হয় চালাকি - থাকতে চাই বোকা, করতে চাই বোকামি।“বোকামন” কখনো বৃদ্ধ, কখনো শিশু আবার কখনো যুবক .... (আমি বোকামনের হয়ে লিখছি ! তাই সাহিত্যের শিল্পগুন-মান হীন পোস্টগুলোর জন্য ক্ষমাপ্রার্থী) বল আমি মুসলমান আমি মুসলমান মুখে আল্লাহ ভয় কর্মে নাহি তার প্রমাণ সত্য সমাগত তবুও মিথ্যাতেই অনুমান লোক দেখানো কেন তোমার এই সম্মান রক্তে বহমান আজও তায়েফের ভূমি নবীজির ক্ষমার আদর্শ ভুলে গিয়েছো তুমি ক্ষমা পেয়ে বাচিছে সে জাতি হয়েছে ধন্য যুগে যুগে হয়েছে মোর নবীজির চিরকৃতজ্ঞ সত্য জানাতে এসেছিল যে কোরআন সযতনে রাখিয়াছো ফেলে ঘরের উচুস্থান বিপদে পরামর্শে খোজ না কোরআনের আয়াত কত সহজ বলা আমি মুসলমান আমি মুসলমান সুবহে সাদিকে রোজ মুয়াজ্জিনের ধ্বনি ঘুমের চাইতে নামাজ উত্তম আযানের বানী কর্ণকুহর যেন তালাবন্ধ সপ্নেবিভোর তুমি বলা কতই সহজ আমি কোরআন মানি বদরের যুদ্ধে বিজয়ী সাহাবিদের ইখলাস ফাঁসির কাষ্ঠে শেষ ইচ্ছা ছিল দু রাকাত নামাজ ভুলে গিয়েছ সেই খোবাইব এর বিকৃত দেহাংশ মুখে বলা কতই সহজ আমি জিহাদি বংশ অর্থকরী টাকা পয়সা কত সুউচ্চ দালান মজলুম হয় নির্যাতিত চোখের পানিতেই প্রয়াণ দেখেছে বিশ্ব তোমায় দিয়েছে বড় সম্মান তুমি দেওনাই শ্রমিকের এই সম্মান গড়ার উপযুক্ত মান কতই বলা সহজ আমি মুসলমান আমি মুসলমান মুসাফির তুমি এই দুনিয়ার রবে না চিরকাল রোজ হাশরে দাঁড়াবে যখন সম্মুখ আল্লাহ-তায়ালার পার পেয়ে যাবে কী বলেই শুধু আমি মুসলমান আমি মুসলমান © একটি বোকামন ভাবনা "মুমিনগণ, তোমরা আল্লাহ তা’আলাকে ভয় কর। প্রত্যেক ব্যক্তির উচিত, আগামী কালের জন্যে সে কি প্রেরণ করে, তা চিন্তা করা। আল্লাহ তা’আলাকে ভয় করতে থাক। তোমরা যা কর, আল্লাহ তা’আলা সে সম্পর্কে খবর রাখেন। তোমরা তাদের মত হয়ো না, যারা আল্লাহ তা’আলাকে ভুলে গেছে। ফলে আল্লাহ তা’আলা তাদেরকে আত্ন বিস্মৃত করে দিয়েছেন। তারাই অবাধ্য।" [সূরা আল হাশর, আয়াত :১৮-১৯]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।