আমাদের কথা খুঁজে নিন

   

Passort Endorsement Policy এর ব্যাপারে জরূরী সাহায্য দরকার

.................... Erasamus Mundus Scholarship নিয়ে FRANCE এ যাচ্ছি MS করতে। ফ্লাইট আগষ্ট এর ২৩ তারিখে। কিন্তু Endorsement করা নিয়ে কনফিউশন এ পরে গেছি। কনফিউশনটা হচ্ছে Credit Card নিয়ে। যখন জব করতাম তখন BRAC Bank এর একটা Universal Credit Card করেছিলাম।

তাই চিন্তা করেছিলাম ডলার এনড্রোস করে কার্ডটা সঙ্গে করে নিয়ে যেতে পারলে কাজে লাগবে। গত পরশু এনড্রোস করেও ফেললাম ৭০০ ডলার, আর কনফিউশন এর শুরু এর পর থেকেই। এরপর যখন ক্যাশ এর জন্য এনড্রোস করতে গেলাম তখন প্রশ্ন করল ভিসা কি টাইপের। ষ্টুডেন্ট ভিসা শুইনা কয় আপনারে তো ইমিগ্রেশন এ আটকায়ে দিবে। ষ্টুডেন্ট ভিসায় Credit Card use করা নাকি Suspicious ব্যাপার।

আর ষ্টুডেন্ট ভিসায় student file ছাড়া ২০০ডলার এর বেশি নেয়া যায় না। আর student file খুলতে লাগে ৫০০০ টাকা। আবার student file খুললেও নাকি Credit Card এর জন্য এনড্রোস করা যাবে না। কিন্তু Bank Already এনড্রোস করে দিয়েছে। ওদেরকে যখন বললাম তাহলে এনড্রোস করলেন কেন..কয় আমরা Credit Card এনড্রোস করার সময় তো ভিসা দেখি না।

এটা আপনার travel quota য় চলে যাবে। তারপর জিগাইলাম travel quota য় এনড্রোস আর ভিশা হচেছ ষ্টুডেন্ট ভিসা, ঝামেলা হবে নাকি। Bank এর খুব সহজ উওর "জানি না"। সবকিছু মিলে পরে গেছি বিশাল কনফিউশনে। ভয়ে আছি আবার না ইমিগ্রেশন এ আটকায়ে দেয়।

আমার সব মিলিয়ে ৫০০ ডলার এর মত নিলেই কাজ চলে যাবে। কেউ যদি এউ ব্যাপারগুলো একটু পরিষ্কার করে দেন অনেক উপকার হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.