www.facebook.com/hamzathefighter বিদায় ঘণ্টা বাজিয়া উঠিল তাই বুঝি মোর বুকেতে বিঁধিল। স্মরণিয়া দেয়,শুরু হল হতে যেথা আটটি বৎসর ,আগেকার কথা- দিনটি ছিল ঝলমল রোদে কুয়াশা মোড়ানো এক প্রভাতে দিয়েছিনু চরণ এই আঙিনাতে, আতঙ্কে ভরপুর ছিল এই মন যেদিকে ফিরিনু,অপরিচিত জন; জানা ছিল না,পারিব কী হতে তাদের স্বজন।। কতটি বছর পার করিনু একা একা সবে,পাশে পেয়েছিনু,বন্ধু ক্ষণে চলিয়া গিয়াছে স্বার্থের পরে। নিজেকে নিজের বন্ধু মেনে একা একা চলি ,দ্বৈত চরণে। কাঙালের মত চোখ দু'টি সদা খুঁজিয়া ফিরিছে বন্ধু বিধাতা, সাথে তারই নবী, মুহাম্মদের ছবি। এসেছিনু আমি নিঃস্ব একেলা বিদায় কালেতে সাথে মোর ঝোলা; নাইবা পাইনু মানব সখা তাতে মোর মনে নাই কোন রেখা; ব্যথিত হৃদয় পায় আরও ব্যাথা বিরত হইতে পিয়ে আদর্শের সুধা। তবু আজি মোরে যেতে হবে চলি আগামীর তরে দিতে হবে ছাড়ি।। (লেখাটি আমার প্রিয় আইডিয়াল স্কুলের rag day স্মরণে লিখেছিলাম) hamza kamal mostafa 2nd semester, dept.of mass communication and journalism, du
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।