আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগান্তরালে দশ দশটি বিষন্ন দিন..........

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা । সুপ্রিয় ব্লগার বন্ধুরা, গেল দশ দশটি দিন আপনাদের কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন ছিলুম । কারা প্রাচীরের অন্তরালে গেলে যেমন বিচ্ছিন্ন দ্বীপবাসী হয়ে থাকতে হয় তেমনি আমিও গেল দশ দশটি দিন ব্লগান্তরালে ছিলুম । লক্ষ কোটি বার চেষ্টা করেও "লগ-ইন" করতে পারিনি ।

সমস্যার কথা জানালেই একটি একটি করে টিকিট নম্বর ধরিয়ে দেয়া হচ্ছিলো হাতে । তাই ই হাতে নিয়ে বসে ছিলুম এ্যাদ্দিন । আজ এই বিকেলে সূর্য্য কোনদিক থেকে উঠেছে বলতে পারবোনা কারন সকাল থেকেই সূর্য্য ছিলো মেঘান্তরালে । যাক, মন্দের ভালো, শেষমেশ এই আকাশ কালো শেষ বিকেল চিরে পর্দা তো ঊঠলো ! আপনারা যারা এই ব্লগান্তরালের দিনগুলোতে আমাকে এক নজর দেখে গেছেন অথবা শব্দহীন উচ্চারনে জানতে চেয়েছেন, কেমন করে কাটছে আমার দিন ; তাদেরকে অসংখ্য ধন্যবাদ । ধন্যবাদ তাদেরকেও যারা আমার লেখায় মন্তব্য করেছেন ।

তাদের মন্তব্যের জবাব আমি দিচ্ছি । আর ধন্যবাদ ব্লগ পরিচালনায় থাকা টেকনিক্যাল দলটিকে যারা আমাকে ব্লগ বিচ্ছিন্ন থাকার কষ্টকর অভিজ্ঞতা অর্জনে সাহায্য করেছেন এবং তা থেকে মুক্তি দিয়েছেন শেষাবধি । সবাইকে ধন্যবাদ এই অযথা পোষ্টটি পড়ার জন্যে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.