আমাদের কথা খুঁজে নিন

   

ভিক্ষায় নেমেছেন রানী এলিজাবেথ!

ব্রিটেনের রানী রাস্তায় ভিক্ষা করছেন এমন দৃশ্য দেখলে হয়তো অনেকেই এত অবাক হবেন যে তাকে ভিক্ষা দিতে ভুলেই যাবেন। পাশে খালি একটা ট্রাঙ্ক, মাথায় স্কার্ফ মুখে মিষ্টি হাসি দিয়ে একটি স্লিপিং ব্যাগের ভেতরে শরীরের অর্ধেকটা ঢুকিয়ে বামিংহাম শহরে ভিক্ষায় নেমেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তার উপার্জনও খারাপ নয়। আধা ঘণ্টায় ১২ পাউন্ড আয় করেন তিনি। ভিক্ষা দেওয়ার সময় সাহস করে একটু হাত দিয়ে রানীকে ছুয়ে দিলেই কল্পজগত্ থেকে ধুম করে বাস্তবে গিয়ে পড়েন অনেকেই।

এটি রানীর আদলে তৈরি করা একটি ভাস্কর্য! ‘ইংল্যান্ডের সাহায্যে এগিয়ে আসো’ লেখা একটি বোর্ড নিয়ে হাসি মুখে বসে আছে রানীর ভাস্কর্যটি। এই কর্মটি করেছেন সেখানকার ২৩ বছর বয়সী এক তরুণ স্থপতি লিথুয়ানিয়ান এডগার আসকেলোভিক। সম্প্রতি তিনি বামিংহাম বিশ্ববিদ্যালয় থেকে শিল্পকলা ও স্থাপত্যবিদ্যার ওপর পড়াশোনা শেষ করেছেন। এভাবে ভিক্ষা করার পেছনে এডগারের যুক্তি হল এদেশে প্রচুর লোক ভিক্ষা করে। তারা রাস্তায় থাকে সেখানেই খায়।

কীভাবে তারা এ জীবনযাপন করে। আমি নিজে ভিক্ষা করতে নেমে দেখেছি ঘণ্টায় মাত্র ৬ পাউন্ড পেয়েছি। তবে এই অভিনব পথ বেছে নিয়ে এখন বেশ ভালোই আয় করছেন তিনি। এডগার বলেন, প্রথমে এভাবে রানীকে ভিক্ষা করতে দেখে অনেকেই ঘাবড়ে যায়। পরক্ষণেই বেশ মজা পায় সবাই।

তবে আমি যে শুধু মজা করার জন্য এমন কাজ করেছি তা নয়। এর পেছনে রাজনৈতিক চিন্তাভাবনাও কাজ করেছে। বর্তমানে দেশ অর্থনৈতিকভাবে খুবই খারাপ সময় পার করছে। আর যেহেতু রানী হল এদেশের প্রধান তাই তাকে দিয়েই দেশের বর্তমান অবস্থানটা সবচেয়ে ভালোভাবে বোঝানো সম্ভব। আমি সবাইকে সেটাই বোঝাতে চেয়েছি।

ডেইলি মেইল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।