বেশ কিছু নতুন নোট ছাড়া হচ্ছে বঙবন্ধুর ছবি দিয়ে। কোনো সমস্যা নাই, কিন্তু সাধারণ মানুষ এই সব পছন্দ করে বলে মনে হয় না। নামকরণ ব্যাপারটা এখন আরোপিত বলে মনে হয়। শ্রদ্ধা কিংবা সম্মান থেকে নয়। আওয়ামীলীগের নীতি নির্ধারকদের প্রতি - তুমি যদি অন্যকে সম্মান না করো, অন্যের সম্মান তুমি কেমনে আশা করো? (ঢাকাতে যে একটা এয়ারপোর্ট আছে, সেটা খেয়াল করবেন।) এই সরকার যত জায়গায় আরোপিত ভাবে বঙবন্ধুকে ছড়িয়ে দিচ্ছে, সেই ভাবে হয়ত বিএনপি আসলে সব ছুড়ে ফেলে দিবে। (তারা তো হুমকি দিয়েই রেখেছে।) সরকারের উচিত এমন কিছু করা, যাতে সবাই বঙবন্ধু এবং তার অবদানকে হৃদয় দিয়ে অনুভব করে, বস্তুগত অনুভব নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।