আমাদের কথা খুঁজে নিন

   

হাদিস পড়ুন।হাদিস জানুন।

আমি আমার যুক্তি দিয়ে যেদিন ঈশ্বরকে পাব, যেদিন মেনে নেব সহী আল বুখারী, ভলিউম ৪, খণ্ড ৫৪, হাদিস নং ৪২১ আবু জর কর্তৃক বর্ণিতঃ নবিজী (দঃ) একদা সূর্যাস্তের সময় আমাকে জিজ্ঞাসা করলেন- তুমি কি জান সূর্য (অস্তগমনের পরে) কোথায় যায়? আমি বললাম- আল্লাহ এবং তাঁর রাসুল ভাল জানেন। তিনি বললেন -ইহা ভ্রমন করে যতক্ষণ না সে আল্লাহর আরশের নীচে আবস্থান করে এবং সেখানে তাঁর ইবাদত করে এবং পুনরায় উদিত হবার জন্যে আল্লার অনুমতি প্রার্থনা করে এবং তাকে অনুমতি দেয়া হয়। অতঃপর (এমন একদিন আসেবে যখন) সে ইবাদত করবে কিন্তু তা মঞ্জুর করা হবে না । সে তাঁর কক্ষপথে ফিরে যেতে চাইবে, কিন্তু তাকে সে অনুমতি দেয়া হবে না। বরং তাকে সে পথে ফিরে যেতে নির্দেশ দেয়া হবে যে পথে সে অস্তগমন করেছে। সুতরাং সে পশ্চিম দিক থেকে উদিত হবে। এবং ইহাই হল আল্লার ওই আয়াতের ব্যখ্যা " সূর্য তাঁর নির্দিষ্ট কক্ষ পথে নির্ধারিত সময়কালের জন্যে পরিভ্রমন করে। সেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত যিনি সর্ব শক্তিমান ও সর্বজ্ঞ (আল কুরআন ৩৬/৩৮)"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।