সংবাদ মহাফেজখানাঃ (প্রয়োজনে সাইজ দেয়ার জন্নে) সাধরণ বিনিয়োগকারীদের আইডি কার্ডের এন্তেজাম করা হবে। (যেই সব জুয়ারি পুঁজি বাজারের জুয়ার টাকা লুটে অলস ফেলে রেখেছিল তাদের মর্ম বেদনা অনুধাবন করে) কালো টাকা পুনর্বিনিয়োগের এন্তেজাম করা হয়েছে। সংবাদঃ যারা বিক্ষব করে তাঁরা ফটকাবাজ। ---------------------------------------------------------------------------------------------অর্থমন্ত্রীর এই সব পাপিদের প্রতি এত বেদনা মুহাব্বতের নমুনা দেখে মনে বিভ্রম জাগে, তিনি কি আরেক যিশু? তিনি যদি আরেক যিশু হোন তো হোক তাতে কারো ক্ষেদ নেই কিন্তু এই যিশুর গরিবের পেটের উপর এতো শ্যান দৃষ্টি কেন?---------------------------------------------------------------------------গরিবের পেট পেট না বড় লোকের ধনটাই (সম্পদ) বড় মনে হয়!!! হয়তো যিশু ভাবছেন হাজার ফকিরের চাদায় জনসেবা হয়না, হলে ঐ সব এক দুটো পাপী গাম্বলারদের টাকার জোয়ারেই কিছু হওয়া সম্ভব। কিন্তু এই সব পাপিদের টাকায় আপনি কি জনসেবা করবেন? স্কুল কলেজ ও হাসপাতাল বানাবেন? তা কোথায় বানাবেন? মুফাসসলে!?! সর্বনাশ!! ওগো পাপী ও জুয়াড়িদের যিশু এখন আর এই সব পাপিরা এই রুপ অর্থহীন (যেখানে অর্থ/পয়সা নেই) জনসেবা করেনা কারন যেই টাকা ওরা জলে ফেলবে তা না ফেলে যদি একটা কাম্বেরিয়ান কলেজ, নর্থ সাউথ ইউনিভারসিটি বা ইউনাইটেড হসপিটালের মত কিছু করা যায় তাতে ঐ সব সেকেলে মূল্যহীন ( পন্যের মূল্য ছাড়া) জনসেবার থেকে বেশী আরও বড় যা সেই আত্মসেবা টুকু বেশ ভালোভাবে হবে।
২০১১ এর যিশু একটু ছান্দিক ভাবে বললে একাদশী যিশু জানেনতো ওরা বিনিয়োগ পুনর্বিনিয়োগ বুঝে কিন্তু নিজেদের টাকা কে সরকার কা মাল মনে করেনা যে তা তারা দরিয়াতে ঢালবে। --------------------------------------------------------------------- একাদশী যিশু আপনি যেহেতু নবযুগের যিশু তাই আপনি কলিযুগের সাধু সন্তু ও দরবেশদের সাথে পক্ষে থাকবেন ইহাই প্রত্যাশিত কিন্তু আপনার কি মনে আছে আপনার এই যিশুপনার মেয়াদ আর মাত্র দু বছর! তখন মনে পরলেও কাজ হবেনা কারন যাদের পেট পেট না তারাই এই দেশের আম জাম জনতা আর যাদের ধন ই ধন তাঁরা হল অতিথি পাখি, মুসাফির। এই বয়সে সংগগুনটাই দরকার সঙ্গদোষ নয়। ** (লীগের গত আমলে কোন এক লীগিও মৌলভি বলেছিল হাসিনাকে আমার তাপসী রাবেয়া মনে হয়। হুহ আমারো ভি ওইরহম মনে হয় এল্লাইগাই তাপসীর উপদেষ্টা হিসেবে এক জন দরবেশ নিয়োগ পাইছে।
) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।