আমি তোমার একটুখানি ভাললাগা সময়, একটু খানি ভাললাগা----- অলস অলসভাবে। তাতেই খুশি------ তবু ভাবো আমায় নিয়ে একটু অবসরে। আমার ছোঁয়া পেলে-------------- একটু হলেও কাতর হবে একটু একটু লাগবে ভালো মন্দ লাগার চেয়ে তাতেই খুশি-------- তবু ভাবো আমায় নিয়ে, যখন, যেমন করে। আমার একটু হলে দেরি----- একটু হলেও ব্যাকুল হবে উদাস দুপুর গড়িয়ে যাবে একটু ব্যথা নিয়ে এতেই খুশি------ তবু ভাবো আমায় নিয়ে একলা আপন মনে। এমনিভাবে---- একটু একটু করে তোমার হৃদয় কোণে হয়ত হবে আমার আসন পাতা । তাতেই খুশি------- তবু রাখো হারানো প্রেম তোমার ভূবন জুড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।