আমাদের কথা খুঁজে নিন

   

নিখোঁজ সংবাদ: একজন বাক্-শ্রবণ প্রতিবন্ধী ছেলেকে পাওয়া যাচ্ছে না

প্ রতিটি শিশু মা-বাবার নিকট সমান। হোক সে প্রতিবন্ধী শিশু। গত ২৯শে জুলাই, ২০১১ তারিখে ঢাকার খিলগাঁয়ের সিপাহীবাগ টেম্পু স্টান্ড হতে সুদীপ্ত কুমার ঘোষ (জনি), বাক্-শ্রবণ প্রতিবন্ধী (কথা বলতে পারে না), গায়ের রং ফর্সা, বয়সঃ ১২ বছর, উচ্চতাঃ ৪ ফুট ২ ইঞ্চি নিখোঁজ হয়েছে। ছেলেটির বুদ্ধি প্রতিবন্ধিতাও রয়েছে। এ ব্যাপারে খিলগাঁও মেট্রোপলিটন থানায় একটি জিডি করা হয়েছে।

জিডি নং-২০, তারিখঃ ০১-০৮-২০১১। বাসার ঠিকানাঃ ৩৩৭, উত্তর গোড়ান (আদর্শ বাগের গলি), খিলগাঁও, ঢাকা-১২১৯। কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ হওয়া এই প্রতিবন্ধী ছেলেটির সংবাদ পেলে নিম্নের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। পিতাঃ প্রতাপ কুমার ঘোষ, মোবাইল নংঃ ০১৯২০৯১৮২৩৯, ০১৯২৮১৩৪৩৯৭, ০১৭১৩-১৯৫৯৩৫। যদি কেউ পেয়ে থাকেন বা খোঁজ-খবর থাকে বা সুযোগ হলে যে কোন পত্রিকায় বা অনলাইন সংবাদপত্রে সংবাদটি প্রকাশ করবেন বলে আশা রাখি।

তার বাবা-মা কেন্দে বেড়াচ্ছে। তাদের দেখে আমিও স্থির থাকতে পারি নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।