আমাদের কথা খুঁজে নিন

   

কেএফসিকে জরিমানা

পুরনো সবজি রাখা এবং খাবারের পুষ্টিমান উল্লেখ না থাকায় কেএফসি'র চট্টগ্রাম শাখাকে রোববার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফ্রিজে পুরনো টমেটো পাওয়ায় এবং সালাদের প্যাকেটে কম্পোজিশন, ওজন ও পুষ্টিমান উল্লেখ না থাকায় কেএফসিকে (কেনটাকি ফ্রায়েড চিকেন) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক জোবায়ের আহমেদের নেতৃত্বে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেএফসিকে সাবধান করার জন্য কম জরিমানা করা হয়েছে। এটি যে মানের প্রতিষ্ঠান তাদের আরো সেবা দেওয়া উচিত।

" অভিযানে র‌্যাব-৭ ও বিএসটিআই'র প্রতিনিধিরা সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরকে। বাংলাদেশে ট্রান্সকম ফুডস লিমিটেডের মালিকানায় চট্টগ্রামের লালখান বাজারে কেএফসির বিক্রয়কেন্দ্র খোলা হয় ২০০৯ সালের ১২ নভেম্বর। ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, ইস্কাটন, বেইলি রোড ও পুরান ঢাকায় এবং চট্টগ্রামের লালখান বাজারে কেএফসির একটি শাখা রয়েছে। আমেরিকার কেনটাকির লুইসভিল ভিত্তিক ফাস্ট ফুড চেইন কেএফসির বিশ্বের একশ নয়টি দেশে ১৫ হাজার শাখা রয়েছে। আমেরিকায় রয়েছে পাঁচ হাজার দুশর বেশি শাখা।

ref: bdnews24 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.