আমাদের কথা খুঁজে নিন

   

পিটিআইকে মাফ চাইতে বললেন কৃষ্ণা

খবরের সূত্র হতে পড়তে চাই এইখানে ক্লিক করুন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাকে অন্যমনস্ক উল্লেখ করে সংবাদ পরিবেশন করায় পিটিআইকে প্রকাশ্যে মাফ চাইতে বললেন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। জাতীয় সংবাদ সংস্থা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা জি নিউজ তাদের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করে। উল্লেখ্য গত বৃহস্পতিবার ভারতের লোকসভায় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা শ্রীলংকার পরিস্থিতির ওপর বক্তব্য রাখার জন্য স্পিকার বরাবর আর্জি জানিয়েছিলেন। স্পিকার তাকে যথাসময়ে ফ্লোর দিলে তিনি তার বক্তব্যর জন্য যে নোট তৈরি করেছিলেন তা খুঁজে পাচ্ছিলেন না।

বার্তা সংস্থা পিটিআই এর ওপর সংবাদ পরিবেশন করলে পররাষ্ট্রমন্ত্রী এর প্রতিবাদ করেন। তিনি বলেন আমাকে নিয়ে পিটিআই যে সংবাদ ছেপেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বিদ্বেষপূর্ণ। এর জন্য পিটিআইকে মাফ চাইতে হবে। ইতিমধ্যে তিনি একটি আইনি নোটিশ পিটিআই বরাবর পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে ” লক্ষ্য করা যাচ্ছে বার্তা সংস্থা পিটিআই সাম্প্রতিক সময়ে পররাষ্ট্রমন্ত্রীর সুনাম নষ্ট করতে একাধিক সংবাদ প্রকাশ করেছে।

কিন্তু কোন সংবাদগুলো তাকে নিয়ে ছেপেছে যার কারণে তিনি পিটিআই এর ওপর নারাজ তা তিনি নোটিশে উল্লেখ করেননি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.