রাজনীতি বুঝিনা। বাঁকা পথে চলিনা । গন্তব্য ওই তো কিছুদূর সামনেই একটি জন্ম অনেক আকাঙ্ক্ষিত , অনেক প্রত্যাশিত , অনেক প্রাপ্তির যখন কোন শিশু জন্ম লাভ করে প্রতিটি জন্মই সবার মাঝে আনন্দের সঞ্চার করে ,হয় সে পিতা বা মাতা বা আমাদের শুভাকাঙ্ক্ষী । আর এই ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমেই শুরু হয় একটি জায়গা দখল করে অবস্থান নেওয়া, নতুন জগতে প্রবেশ । দিন যায় বেড়ে উঠি , একটা সময় পূর্ণ মানুষ রুপে সমাজে গণ্য হই ,কিন্তু আসলে কি আমরা বেড়ে উঠি নাকি আবার প্রস্তানের সময় গণনা করতে থাকি? এই জায়গা টা সত্য হলেও আমরা বিশ্বাস করতে চাই না ।
যাইহোক , বুদ্ধিদীপ্ত বা বুঝতে শেখার পড়ে কি দেখি সে বিষয়টা ঠিক এইরকম - মানুষ গুলো একটা অদ্ভুত প্রানি আর তারা নিজের স্বভাবের একটা ভিন্ন রকম ব্যাবহার করে, আপনি এইটা খুব ভালো ভাবেই অবলোকন করেছেন নিশ্চয় ? আমি দেখেছি নিজের পূর্ণতা বা বড় করে দেখানোর নতুন নতুন ফন্দী তারা প্রতিনিয়ত বের করে। কিন্তু তারা জানেনা যে তারা এক অনন্য সৃষ্টি। সত্যিই এই মানুষ গুলো অতিপ্ত নিজেরা জানেনা তারা কি চায়? আমি নিজেকে দিয়েই তার প্রমান । গত ২৪ বছর একটা বিত্তের মধ্যে সীমাবদ্ধ রয়েছি, যত দিন বেচে থাকবো এভাবেই থাকতে হবে। আমি চাইলেই বের হতে পারিনা , আমার আর্তনাদ সবাই শুনলেও কোন সমাধান দিতে পারবেনা।
আমাকে কেউ মুক্তি দিতে পারেনা । আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি অনেক দূর ঘুরছি , শেষ প্রান্ত বিহীন পথের পথিক হয়ে অবিরাম ছুটে চলছি ,পরিতাপের বিষয় ঘুম ভেঙ্গে যখন দেখি আমি সেই বিছানাতেই আছি যেখানে কিছুক্ষণ আগে এসেছিলাম । আমি চিৎকার করি ! আমি অনুরধ করি ! আমি নতুনত্ব চাই ! আমি মুক্তি চাই ! আমি স্বাধীনতা চাই । আমি অনুভূতির প্রকাশের সাথে তার বাস্তবায়নতা চাই ! এত চাওয়ার মাঝে কোনটাই বাস্তবতার আর বাস্তবায়নের সম্ভাব্যতা থাকে না । তাই আমার ইচ্ছা গুলি সত্যতে রুপ নেয় না, আমার শত কোলাহল সেই বিত্ত্বেই বন্দী , যে বিত্ত অতিক্রমের কোন পথ খোলা নেই ।
আমাকে বন্দী থাকতে হয় , যার কোন মুক্তি নেই । হ্যাঁ সত্যই মুক্তি নেই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।