ঈদে আসছে ধ্রুপদী সংগীতের শিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মাদ চৌধুরীর একক অ্যালবাম। জি-সিরিজের ব্যানারে প্রকাশ প্রতীক্ষিত অ্যালবামটির শিরোনাম ‘ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী’।
অ্যালবামের জন্য গান লিখেছেন ফয়সাল আহমেদ, মনিরুজ্জামান, মুন্সী ওয়াদুদ ও কণ্ঠশিল্পী নিজেই। সব কটি গানের সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।
অ্যালবামে রয়েছে ১০টি গান।
গানের কথাগুলো হলো-- চলে গেছে যে, ডেকো না পিছু ডেকো না, ফিরায়ে দিয়েছ ফিরে চলে যাই, গভীর রাতে সূর্য খুঁজি, হারানো দিনের স্মৃতি, হৃদয়ের কান্না শুনতে চেয়ো না, যেয়ো না গো তুমি, ঝরঝর বৃষ্টি তুমি ঝরো না, তুমি কি জানো না ও জীবনে কি।
এ বিষয়ে নিয়াজ মোহাম্মদ চৌধুরী বলেন, “দীর্ঘ সংগীত জীবনে আমি কখনও অ্যালবামের জন্য গান রেকর্ড করিনি। প্রায় একযুগ আগে বের হয়েছিল ‘জীবনানন্দ’ নামের একটি অ্যালবাম। ‘আধুনিক বাংলা গান-১’ শিরোনামের একটি অডিও ক্যাসেট বাজারে আছে।
তবে এগুলোকে একক অ্যালবাম হিসেবে মনে করছি না। কারণ, ওই অ্যালবামের সবকটি গানই রেডিও টেলিভিশন থেকে সংগৃহীত হয়েছে। সেই অর্থে এবারই প্রথম আমি একক অ্যালবামের জন্য ভেবেচিন্তে সময় নিয়ে গান রেকর্ড করি। তাই বলতে পারেন এটাই আমার প্রথম একক। ”
এদিকে জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূইয়া গ্লিটজকে বলেন, “এরই মধ্যে অ্যালবামটির অডিও সংক্রান্ত সকল কাজ শেষ হয়েছে।
আমরা অ্যালবামটি প্রকাশনা উপলক্ষে বড় একটি আয়োজন করতে চাই। এ জন্য প্রস্তুতি চলছে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।