প্রতিযোগিতার পাঁচ কিলোমিটার সাঁতারে ৫৬ মিনিট ৩৪.২ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন এই মার্কিন তরুণী।
সাতারের শেষ দিকে তিনি পেছনে ফেলেন ব্রাজিলের পোলিয়ানা ওকিমোতোকে। মাত্র দশমিক ২ সেকেন্ডে সময় বেশি নিয়ে দ্বিতীয় হন পোলিয়ানা। ১০ সেকেন্ড বেশি নিয়ে তার স্বদেশী আনা কুনহা যথাক্রমে ব্রোঞ্জ জিতেছেন।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২১ বছর বয়সী অ্যান্ডারসনের এটি প্রথম পদক। গত বছর লন্ডন অলিম্পিকের ১০ কিলোমিটারে সাঁতারে রুপা জিতেছিলেন তিনি।
শনিবার থেকে শুরু হয়েছে জলক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। এটি প্রতিযোগিতার ১৫তম আসর।
১৫ দিনের প্রতিযোগিতায় মোট ১৮১ টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।