আমাদের কথা খুঁজে নিন

   

কাণ্ডজ্ঞানহীনের মতো কথা বলবেন না --- ওবায়দুল কাদের

রফিকুল ইসলাম ঃঃঃঃ----- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এমপি বাণিজ্যমন্ত্রীকে ইঙ্গিত করে বলেছেন, সরকারের দায়িত্বশীল পদে থেকে 'কাণ্ডজ্ঞানহীন বক্তব্য' দিয়ে মানুষের অনুভূতিতে আঘাত দেবেন না। সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অপারগতা প্রকাশ করুন। ওবায়দুল কাদের গতকাল শুক্রবার ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় এ কথা বলেন। বাজারে পণ্যমূল্যের অস্থিরতা ও বিদ্যুৎ সংকটের উল্লেখ করে তিনি বলেন, সরকারের দায়িত্বশীল পদে থেকে কাণ্ডজ্ঞানহীন কথা বলে কেউ যেন ভুক্তভোগী জনগণের কষ্টকে বাড়িয়ে না দেন। তিনি বলেন, হঠাৎ দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ এমনিতেই অসহায় অবস্থায়।

এখন সরকারের পক্ষ থেকে কোনো নেতিবাচক বক্তব্য দিলে সাধারণ মানুষের কাছে তা অসহ্য হয়ে উঠবে। বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে মানুষকে 'কম খাওয়ার' পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, রমজানের আগেও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু রমজানের শুরুতেই হঠাৎ করে দ্রব্যমূল্য কী কারণে বেড়ে গেল, সরকারকেই সে বিষয়টি খতিয়ে দেখতে হবে। মনিটর করে এর প্রতিকারমূলক পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলে সীমিত আয়ের মানুষের দুর্ভোগ বাড়ে। সংকট আছে, সমস্যাও আছে। এ সত্য অস্বীকার করা যায় না। বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রমজানে লোডশেডিং বেড়ে গেছে। সারাদিন বিদ্যুৎ থাকলেও ইফতার, সেহরি ও তারাবির নামাজের সময় লোডশেডিং হচ্ছে।

এ অন্তর্ঘাত কারা করছে? এদের খুঁজে বের করতে হবে। আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের বিশৃঙ্খলা সৃষ্টির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আদালতকে রাজপথ বানাবেন না। আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি শুভ রাজনীতি ও গণতন্ত্রের ভাষা নয়। বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, রাজনীতির জন্য রাজপথে আসুন। সংসদে আসুন।

আদালতকে যারা সম্মান করেন না, তারা নিজেদেরও সম্মান করতে পারেন না। আদালতের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা সবার দায়িত্ব। শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শেখ কামাল ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ। বর্তমান সময়ের তরুণদের জন্য শেখ কামাল রোল মডেল হতে পারেন। তিনি বলেন, নানাভাবে শেখ কামালের চরিত্র হননের চেষ্টা করা হলেও চক্রান্তকারীরা সফল হতে পারেনি।

তার নামে দেশ-বিদেশের কোথাও ৩৬ বছরে কেউ ৩৬ টাকাও খুঁজে পায়নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.