দেশকে ভালবাসি স্বপ্ন কন্যা চোখেঁর মাঝে কাজল ছোয়া কি অপরুপ ছন্দ তোমার সাজে নীল মেঘে জরানো তুমি যেন শিল্পির আকা ক্যানভাসে । কাশফুলের ঐ মিষ্টি হাওয়া তোমার কানের দুলকে দোলায় রোদের আলো কাছে এসে তোমার মাঝে স্বপ্নে হারায়। তোমার মুখের মিষ্টি হাঁসি জোৎস্না ঝরায় আকাশ থেকে দেয় ভিজিয়ে তোমার চুল চাঁদের আলোয় তোমায় পেয়ে। তোমার জন্য বৃষ্টি ধারা পথ চেয়ে রয় স্বর্গ থেকে আসবে তুমি মাটির কাছে ভিজবে বলে আমার সাথে। Facebook শেয়ার হচ্ছিল না তাই রি-পোষ্ট করতে হলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।