আমাদের কথা খুঁজে নিন

   

জগন্নাথপুরে ভূয়া লন্ডনী কন্যা গ্রেফতার

লন্ডনী কন্যা সাজিয়ে বিয়ে দিয়ে লন্ডন নেওয়ার নামে ১৩ লাখ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগে লন্ডনী কন্যাকে আজ মঙ্গলবার পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, হাসান ফাতেমাপুর গ্রামের লুৎফুর রহমানের (লন্ডনী স্বামী পরিত্যক্ত) মেয়ে ফাতেমা আক্তার শেলী (২৬) কে লন্ডনী সিটিজেন কন্যা সাজিয়ে বিশ্বনাথের মঙ্গলগিরী গ্রামের মৃত ফজর আলীর পুত্র ইদ্রিস আলীর সঙ্গে ২০০৯ সালে বিয়ে ঠিক করে আকদ সম্পন্ন হয়। বিয়ের খরচ ও লন্ডন নেওয়ার নামে স্বামীর নিকট থেকে ১৩ লাখ টাকা নেন লুৎফুর রহমান। কিছুদিন পর ভূয়া লন্ডনীর তথ্য ফাঁস হয়ে যাওয়ায় প্রতারণা করে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণার শিকার ইদ্রিছ আলী জগন্নাথপুর থানায় ভূঁয়া লন্ডনী কন্যা ফাতেমা আক্তার শেলী ও তার পিতা লুৎফুর রহমানের নামে প্রতারণার মামলা দায়ের করেন ।

মামলা দায়েরের পর থেকে ভূয়া লন্ডনী কন্যা ও তার বাবা গা ঢাকা দেয়। তাদের বিরুদ্ধে জারী হয় গ্রেফতারী পরোয়ানা। দীর্ঘদিন পলাতক থাকার পর ভূয়া লন্ডনী কন্যা ফাতেমাকে পুলিশ সোমবার গভীর রাতে নিজ বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে। জগন্নাথপুর থানার এস.আই জাবেদ আলী বলেন, প্রবাসী অধ্যূষিত এ উপজেলায় লন্ডনী কন্যাদের কদর খুব বেশী। স্বপ্নের দেশ লন্ডনে যেতে অনেকেই মরিয়া হয়ে খুঁজতে থাকেন লন্ডনী কন্যা এসুযোগে অনেকেই প্রতারণার শিকার হয়ে থাকেন।

এ লন্ডনী কন্যার পরিবারের বিরুদ্ধে এরকম লন্ডনী কন্যা সাজিয়ে টাকা আত্মসাতের আরও অভিযোগ রয়েছে। ভূয়া লন্ডনী কন্যাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি। তার বাবাকে গ্রেফতারের চেষ্ঠা চলছে। লিনক. Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.