গত মার্চে ভারত ভ্রমণে এসে মধ্যপ্রদেশে নির্যাতনের শিকার হন ৩৯ বছর বয়সী ওই সুইডিশ নারী।
ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, দণ্ডিতদের সবার বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে।
শনিবার রায় ঘোষণার পর প্রসিকিউটর রাজেন্দ্র তিওয়ারি বলেন, “অভিযুক্ত সবাইকে দণ্ড দেয়া হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট। ”
গত ফেব্রুয়ারিতে নয়া দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের পর মৃত্যু হয় ২৩ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীর।
এ ঘটনায় ভারতজুড়ে ব্যাপক আন্দোলন হয়।
এর পরের মাসের মাঝামাঝিতে মধ্যপ্রদেশের দাতিয়া জেলার একটি জঙ্গলের মধ্যে হামলার শিকার হন সুইডিশ পর্যটক দম্পতি। প্রথমে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়া হয়। এরপর স্বামীকে পিটিয়ে ওই সুইস নারীকে ধর্ষণ করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় দণ্ডিতরা সবাই ঘটনাস্থলের পাশের গ্রামের বাসিন্দা বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।