অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... বড় বিষণ্ন যাযাবর মন ভাল কেন লাগে না এখন! বড়ই বিক্ষুদ্ধ বাস্তবতার ঝড়ঝাঞ্জায় আর কতো থাকা যায় প্রতিক্ষায়? দিন যায় রাত যায় চলে যায় সময় জীবনের লেনদেন শুধুই শূণ্য মনে হয়। শেষ হলো বুঝি ঐ সময়ের খাতা হয়তো থেমে যাবে সময়ের চাকা, প্রাণের অলক্ষ্যে নিভে যাবে প্রাণ যে প্রাণ পায়নি কোনো প্রতিদান। কেউ কখনো জানবে না কখনো তা বুঝবে না, শুধুই জানবে অকালে গেছে সে ঝরে হারিয়ে গেছে গ্রহণ কালের অস্ত পাড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।