আমাদের কথা খুঁজে নিন

   

মহাসমাবেশের মধ্য দিয়েই শাহবাগ আন্দোলনের সমাপ্তি! সূর্য উঠার আগেই কি অস্ত যাবে ?

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই শুক্রবারের মহাসমাবেশের মধ্য দিয়ে চলতি শাহবাগ আন্দোলনের ইতি টানতে সরকারকে পরামর্শ দিচ্ছে বিভিন্ন মহল। আন্দোলনের সমাপ্তি ঘটাতে তারা সরকারকে বিভিন্ন কলা-কৌশল ও পদক্ষেপ নেওয়ার জন্যও পরামর্শ দিয়েছে। তাছাড়া কাদের মোল্লার ফাঁসির দাবিতে চলমান শাহবাগ আন্দোলনের নেতৃ্ত্ব ই্তিমধ্যেই চলে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নানা অঙ্গ-সংগঠনের হাত। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মূলত তিনটি কারণে শুক্রবারের মহাসমাবেশের মধ্য দিয়ে আন্দোলন থামানোর পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। কারণগুলো হচ্ছে- আন্দোলনের ফলে বিচার বিভাগের সম্মান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা, সরকারের নানামুখী সমালোচনা এবং জামায়াত শিবিরের হামলার মধ্য দিয়ে সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা।

মঙ্গলবার কাদের মোল্লার রায় ঘোষণার পর শাহবাগে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক নামের একটি সংগঠন প্রথমে কাদের মোল্লার যাবজ্জীবন রায় বাতিল করে ফাঁসির দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করে। তারা সবাই ছিলেন আওয়ামী লীগের শরিক ১৪ দলের বাইরে থাকা সিপিবির ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের নেতাকর্মী। মঙ্গলবার দুপুর থেকেই শাহবাগ আন্দোলন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে আসতে শুরু করে। শাহবাগে সংহতি প্রকাশ করতে গিয়েছিলেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তাকে সংহতি মঞ্চে ডাকা হয়নি।

এ প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, “আমাকে সংহতি মঞ্চে ডাকবে কেন? ওখানে (শাহবাগে) যা ভেবে গিয়েছিলাম তা হয়নি। আওয়ামী লীগই রায় দেয় আবার তারাই প্রতিবাদ সমাবেশ করে। ” শাহবাগের আন্দোলন থেকে সারা দেশে সংঘাত ও অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের নানা জেলা-উপজেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ঘোষণার ইঙ্গিতও পাওয়া গেছে।

এছাড়া আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও কর্মসূচি ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে পুরো দেশেই অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। http://www.notun-din.com/?p=677 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.