আমাদের কথা খুঁজে নিন

   

নৌকাঃ দুর্গা দেবীর বাহন

১৯৯৬ এর ১২ ই জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল। আওয়ামী লীগ ও মনোয়ন দিল। গোপালগঞ্জের তিনটি আসন এবং বাগেরহাটের দু'টি আসনের মোট ভোটারের প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারনেই এই পাঁচটি আসনে আওয়ামীলীগের নৌকা মার্কা প্রার্থী ছাড়া অন্য কোন দলের অন্য কোন মার্কার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনই সম্ভাবনা নেই এবং কোন কালেই বিজয়ী হয়নি এবং হবেওনা। (১) মোকসেদপুর ও কাশিয়ানী,(২) গোপালগঞ্জ ও কাশিয়ানী (৩) টুংগীপাড়া ও কোটালিপাড়া (৪) মোল্লারহাট ও ফকিরের হাট (৫) বই ঘাটা ও দাকোপ এই পাঁচটি আসনে যতদিন পর্যন্ত পয়ষট্টি শতাংশ হিন্দু সম্প্রদায় থাকবে ততদিন পর্যন্ত আওয়ামীলীগ প্রার্থী নৌকা মার্কায় বিজয়ী হতে থাকবে। এই পাঁচটি আসনের প্রার্থীদের এলাকায় কোন কাজ করতে হয়না।

যে কোন প্রকারেই হোক বংগবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকা মার্কা টিকেট নিলেই সে যে কেউ হোক ৭৫% ভোটে বিজয়ী হবে। এই পাঁচটি আসনকে বলা হয় ভিক্ষার আসন। বংগবন্ধু কন্যা শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসন ভিক্ষা দিবেন,তিনিই এই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি। এই অঞ্চলের লেখাপড়া প্রায় অজানা একজন প্রবীণ বৃদ্ধ হিন্দু লোককে কেন আওয়ামীলীগকে ভোট দেন জানতে চাইলে,ঐ প্রবীণ বৃদ্ধ হিন্দু লোকটি বলেন ,আমরা আওয়ামীলীগ টীগ বুঝিনা। আওয়ামীলীগকে ভোট ও দেইনা ।

আমরা ভোট দেই নৌকায়। অর্থাৎ নৌকা মার্কায় ভোট দেই। নৌকা মার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন --বারে,নৌকায় ভোট দেবনা ? নৌকা যে দেবীর বাহন । মা দুর্গা দেবী এই বাহনে (নৌকায়)চড়েই স্বর্গ থেকে ধরায় এসেছিলেন,অসুর(পাপিষ্ঠকে দমন করার জন্য। আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় ভোট না দেই তাইলে দেবীর বাহনের অমর্যাদা হবে।

মা দুর্গা অভিসম্পাত দিবে । এ জন্য দেখেননা ,ভোটের সময় আমরা সকলে গিয়ে , মা দুর্গা দেবীকে খুশি করার জন্য মা দুর্গা,মা দুর্গা বলে নৌকা মার্কায় ভোট দিয়ে আসি। একজন ও বাদ যাই না। সকলে গিয়ে নৌকা মার্কায় ভোট না দিলে মা দুর্গা অসন্তুষ্ট হবে। আমাদের অমংগল হবে।

তাই যত কাম থাকুক,যত ঝামেলাই থাকুক,কোন রকমে শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই হলো। আমরা সকলে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আসবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.