আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের বিবর্তনে

তখন বড় লাজুক ছিলি এখন সাহসী আর দুরন্ত হলি বুকের ওড়না ফেলে দিলি সেক্সি আর গ্ল্যামারাস সাজ নিলি মাঝে মাঝে গায়ে শাড়ি জড়িয়ে দিলি আটোসাটো মডার্ণ পোশাক বেছে নিলি আগে কাছে ডাকলে দৌড়ে পালিয়েছিস লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢেকেছিস এখন ডাকার আগে চোখ মারছিস ইশারাতে প্রেমের অফার দিচ্ছিস কবে যে তুই এত পাল্টে গেলি কামিজ ছেড়ে সেমিজ নিলি নানান রঙের কথা শিখলি হরেক রকম চিঠি লিখলি বুঝতে আমি পারলাম না তোর কথা মানলাম না আমার সাথে ঘুরতে তুই পাস না একটুও ভয় সময়ের বিবর্তনে হল তোরই জয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।