আমাদের কথা খুঁজে নিন

   

মনে পড়ে

দূরের নীলিমা আর মেঘে কালো হয়ে যাওয়া আকাশের দিকে তাকিয়ে, কেবল তোমার কথাই মনে পড়ছে। বাইরে নিস্তব্ধ নীরবতা, মেঘ আর মাঠ কোলাকুলি করে বসে আছে পৃথিবী পটে। অন্ধকার দিগন্ত জুড়ে কদম ফুলের আলো সমুজ্জ্বল তারা হয়ে ফুটে রয়েছে। এমনি প্রকৃতির বিলাসী আয়োজনে তোমার কথাই মনে পড়ছে। তুমি আজ অনেক দূরে। আমার দীর্ঘশ্বাস বাতাসে হারিয়ে যায় তোমার কাছে পৌঁছুবার আগেই। তুমিও হয়তো এমনি ভাবছ পুকুর পাড়ের নিস্তব্দতায় একাকী বসে। দূরের আকাশে মিটি মিটি তারার পানে চেয়ে হয়তো আমাকেই দেখছ মনন দর্পনে। জোনাকির স্নিগ্ধ আলো কিংবা নিথর পানিতে লাফিয়ে উঠা মাছের ঝঙ্কার হয়তো মনে করিয়ে দিচ্ছে কোন এক সন্ধ্যাবেলার স্মৃতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।