ইমরোজ
খাচ্ছ? খাও,
খচ্চর খাও, কুকুর খাও বিড়াল খাও,
খাচ্ছ? খাও
তবে এসব খাও, দাম কম, অথবা দাম নাই।
চিংড়ি চাচ্ছ? ইলিশ চাচ্ছ?
সবই আছে অন্য রূপে, তেলাপোকা আর পুটি খাও।
চাল চাচ্ছ? ডাল চাচ্ছ?
তার থেকে বিনামূল্যে বালি খাও, মাটি খাও।
দুধ চাচ্ছ? তেল চাচ্ছ?
রাবার গাছের রস খাও, পাম গাছের তেল খাও,
বিনামূল্যে পাবে।
শাড়ি চাচ্ছ? কাপড় চাচ্ছ?
পাতা আর বাকল পড়, বিনামূল্যে পাচ্ছ।
সবজি খাবে? ফল খাবে?
তার থেকে ভাল তেলাপোকার ডিম খাও
বিনামূল্যে পাবে।
কষ্ট পাচ্ছ? শীতের রাতে? আরও কিছু চাও, লেপ কাথা আর তোষক?
এবার তবে
মানচিত্র চিবিয়ে খাও।
শান্তি পাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।