আমাদের কথা খুঁজে নিন

   

গ্রন্থগত বিদ্যা আর ডাচ-বাংলায় ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন

উড়ু উড়ু মন :) গ্রন্থগত বিদ্যা আর ডাচ-বাংলায় ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আর কিছু কি লিখার দরকার আছে ? রোজার পরেই সামনে আসছে ঈদ। গত ঈদের মতো এইবার আর ভূল করুম না।ডাচ-বাংলায় বেতন জমা দিয়ে বাড়ী গিয়ে তুলে ফেলবো এই আশায় থেকে কিযে বিপদে পরেছিলাম, তা আর বলার অপেক্ষা রাখেনা। ঠিক যে সময়েই টাকা দরকার, সেই মূহুর্তেই ওদের হয় টাকা থাকবেনা, না হয় নেটওয়ার্ক প্রবলেম, না হয় মেশিন নষ্ট।আর এমন না যে ওরা সার্ভিস চার্জ কম কাটে। গত বছর থেকে দেখছি ওরা অন্য যেকোন ব্যাংকের মতোই টাকা কাটছে। ওদের বুথগুলোর অবস্থা হলো এমন যে, আপনার বাসায় টিভি, ডিশ লাইন, কম্পিউটার, ইন্টারনেট, এসি, লাইট সবই আছে। শুধু ইলেক্ট্রিসিটি নাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।