এবার সবাই মনে হয় একদম ভুলে গেল বিশ্ব বন্ধু দিবসটাকে! সবার কত প্রস্তুতি ছিল এই দিনটাকে নিয়ে, প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানো-তাকে নিয়ে ঘুরতে যাওয়া, সারাদিন হৈ-চৈ, আরও কত শত পরিকল্পনা! কিন্তু সবই মনে হয় গেল এবার। কারন বিশ্ব বন্ধু দিবসের তারিখ নিয়ে বিড়ম্বনা!
এতদিন বিশ্ব বন্ধু দিবস পালিত হয়ে আসছে অগাষ্টের প্রথম রোববার কিন্তু এবার হয়ে গেল তার ব্যতিক্রম। গত ৩০শে জুলাই পালিত হয়ে গেল 'বিশ্ব বন্ধু দিবস' কিন্তু কেউ তা ঠিকভাবে জানলনা। কারন গত ২৭শে এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারন সভায় ৩০শে জুলাইকে আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে নির্ধারন করেছে কিন্তু অনেকেই এ খবর ঠিকমত না জানায় সকলের অগচোরে বিশেষ করে আমাদের দেশে বন্ধু দিবসটি নিরবেই চলে গেল।
টিভি চ্যানেলগুলো কত অনুষ্ঠান তৈরী করে রেখেছিল এ দিবসকে ঘিরে তার ভবিষ্যত এখন অনিশ্চিত হয়ে পরেছে।
এদিকে নগরীর বিভিন্ন ফ্যাশন হাউজ, কার্ডের দোকান, ফুলের দোকানগুলোর ছিল ব্যাপক প্রস্তুতি এই দিনটিকে ঘিরে। কিন্তু এখন তা অনিশ্চিত হয়ে পড়েছে নতুন এই তারিখ বিড়ম্বনায়। আর যারা কোনো দিবসে বিশ্বাস করেনা, যারা পরোয়া করেনা কোন দিবসের তাৎপর্য নিয়ে-তাদের কাছে বন্ধুর জন্য ভালবাসা প্রতিদিনের প্রতিমুহূর্তের। হয়তো এই দিন বিভ্রাটের যন্ত্রনা থেকে তারাই শুধু মুক্ত! আর অন্যদের অপেক্ষা করতে হবে আগামী বছরের জুলাই পর্যন্ত।
"যেখানেই থাকো, ভালো থাকো বন্ধু" সবাইকে বন্ধু দিবসের বিলম্ব শুভেচ্ছা।
বিস্তারিত জানতে: International Friendship day ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।